Vaibhav Suryavanshi: মাঠে নামলেই গড়বেন বিশ্বরেকর্ড! তার আগে ভারতীয় দলেই ট্রোলের শিকার বৈভব! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করে তিনি যেমন সবাইকে বিস্মিত করেছেন, তেমনি তাঁর বয়স নিয়েও উঠেছে নানা প্রশ্ন।
মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করে তিনি যেমন সবাইকে বিস্মিত করেছেন, তেমনি তাঁর বয়স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল টি২০ ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরুর আগে ভারতের ‘এ’ দলের তাঁর সতীর্থ যুধবীর সিং চারাক ও গুরজনপ্রীত সিং তাঁকে বয়স নিয়ে খুনসুটি করছেন।
গুরজপনপ্রীতের স্ন্যাপচ্যাটে প্রকাশিত ওই ভিডিওতে যুধবীরকে দেখা যায় বৈভবের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করছেন— “আমাদের মধ্যে কে দেখতে বড়?” বৈভবের কেবল উত্তর, “নো কমেন্টস।” এরপর তাঁরা হাসতে হাসতে বলেন, এত অল্প বয়সেই নাকি সে চুলে জেল ব্যবহার করে। বৈভব মুচকি হেসে মায়ের নামে শপথ করে বলেন, এমন কিছুই তিনি করেন না। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়।
advertisement
রাজস্থান রয়্যালস যখন মাত্র ১৩ বছর বয়সে তাঁকে দলে নেয়, তখন থেকেই এই তরুণ প্রতিভা আলোচনায় চলে আসে। ভারতীয় ক্রিকেটে বয়স জালিয়াতির অভিযোগ নতুন নয়, তাই অনেকেই তাঁর প্রকৃত বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে বৈভবের পরিবার ও কোচরা তাঁর জন্মের প্রামণ প্রকাশ করেছেন এবং বিসিসিআই জানিয়েছে যে তারা বিষয়টি যথাযথভাবে যাচাই করেছে।
advertisement
advertisement
Yudhvir Singh Charak and Gurjapneet Singh are having fun with Vaibhav Suryavanshi while traveling to Doha for the Emerging Asia Cup 2025. pic.twitter.com/lbh680MgNL
— sonu (@Cricket_live247) November 12, 2025
বৈভবের প্রতিভা দেখে বিসিসিআই কর্মকর্তারা ইতিমধ্যেই বলেছেন, তিনি “সিনিয়র দলের দরজায় কড়া নাড়ছেন”। কিশোর এই ব্যাটার হতে যাচ্ছেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ভারত ‘এ’ দলে খেলা ক্রিকেটার। তাঁর প্রতিভা এতটাই অনন্য যে বোর্ড তাঁকে অনূর্ধ্ব-১৯ স্তর পেরিয়ে সরাসরি ‘এ’ দলে জায়গা দিয়েছে।
advertisement
এত অল্প বয়সে এমন সাফল্য ভারতীয় ক্রিকেটে আগে দেখা যায়নি। সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং কিংবা পৃথ্বী শ’র মতো বিস্ময়বালকরা যেমন তরুণ বয়সেই দাপট দেখিয়েছেন, বৈভব সূর্যবংশীর উত্থান যেন সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর গল্প শুধু প্রতিভার নয়, বরং এক অনন্য সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 5:04 PM IST

