ম্যান ইউ-তে ফ্যান গলকে আর চান না বোল্টও !

Last Updated:

নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷

#জামাইকা:   নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷ বোল্ট বলেন, ‘‘ ফ্যান গল যে স্টাইলের ফুটবল পছন্দ করেন, ম্যান ইউ সেভাবে খেলে না ৷ যখন স্যর অ্যালেক্স ফার্গুসন ছিলেন, তখন ম্যান ইউ আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলত ৷ তাই ম্যাঞ্চেস্টারের এখন দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও আক্রমণাত্মক কোচ ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
ম্যান ইউ-তে ফ্যান গলকে আর চান না বোল্টও !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement