ম্যান ইউ-তে ফ্যান গলকে আর চান না বোল্টও !
Last Updated:
নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷
#জামাইকা: নিজের প্রিয় ক্লাবের কোচ বদল এবার চান বিশ্বের দ্রুততম স্প্রিন্টার উসেইন বোল্টও ৷ তাঁর মতে, এবার ফ্যান গলকে সরানোর সময় এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ৷ দলের স্বার্থেই এবার দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও কোচকে ৷ বোল্ট বলেন, ‘‘ ফ্যান গল যে স্টাইলের ফুটবল পছন্দ করেন, ম্যান ইউ সেভাবে খেলে না ৷ যখন স্যর অ্যালেক্স ফার্গুসন ছিলেন, তখন ম্যান ইউ আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলত ৷ তাই ম্যাঞ্চেস্টারের এখন দরকার য়ুরগেন ক্লপের মতো কোনও আক্রমণাত্মক কোচ ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2016 10:14 AM IST