রিওতে সোনার ‘ট্রিপল-ট্রিপল’ ! ইতিহাস গড়লেন বোল্ট

Last Updated:

এ দিন ৪X১০০ মিটার রিলে শেষ করতে বোল্টের টিম সময় নেয় ৩৭.২৭ সেকেন্ড।

#রিও দি জেনেইরো: ২০০ মিটারে সোনা জিতেই ঘোষণা করেছিলেন, ‘তিনিই বিশ্বসেরা’ ৷ কথাটা ভুল বলননি উসেইন বোল্ট ৷  এখন ট্র্যাকে নামলেই সোনা জেতাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন জামাইকার এই স্প্রিন্টার ৷ ১০০ ও ২০০ মিটারে সোনা জেতার পর শনিবার ৪০০ মিটার রিলেতেও প্রথম হল জামাইকা দল ৷ মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে রেসে দ্বিতীয় হয়ে চমকে দিল জাপান ৷
কার্ল লুইস, পাভো নুরমি আর উসেইন বোল্ট। এই তিনটে নামই এ বার একসঙ্গেই উচ্চারিত হবে। ওই দুই মার্কিন কিংবদন্তির মতো তাঁর ঝুলিতেও এখন অলিম্পিকের অ্যাথলেটিক্সে পরপর ৯টি সোনা জেতার রেকর্ড। সঙ্গে বাড়তি পাওনা বিশ্বের প্রথম ‘ট্রিপল ট্রিপল’-এর ইতিহাস গড়ার রেকর্ড। বেজিং, লন্ডন এবং রিও পরপর এই তিন অলিম্পিকেই ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪X১০০ মিটার রিলেতে সোনা জিতে বিশ্বের প্রথম ‘ট্রিপল ট্রিপল’ করেন বোল্ট।
advertisement
এ দিন ৪X১০০ মিটার রিলে শেষ করতে বোল্টের টিম সময় নেয় ৩৭.২৭ সেকেন্ড। তাঁর দলে ছিলেন আসাফা পাওয়েল, ইওহান ব্লেক এবং নিকেল আশমেদে। দ্বিতীয় স্থানে থেকে রুপো জিতে নেয় জাপান।অলিম্পিকে এই প্রথম এই ইভেন্টে পদক পেল জাপানিরা ৷ আর তিন নম্বরে শেষ করেও ব্রোঞ্জ পদক হাতছাড়া হল অন্যতম ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্রের ৷ তাঁরা নিয়ম ভাঙায় চার নম্বরে শেষ করা কানাডাকেই শেষপর্যন্ত ব্রোঞ্জ পদক দেওয়া হয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
রিওতে সোনার ‘ট্রিপল-ট্রিপল’ ! ইতিহাস গড়লেন বোল্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement