‘ আমিই সেরা ’- ২০০ মিটারে সোনা জিতেই হুঙ্কার বোল্টের !

Last Updated:

১০০ মিটারের পর এবার ২০০ মিটারেও সোনা জিতলেন উসেইন বোল্ট ৷

#রিও দি জেনেইরো:  তাঁকে থামানোই যাচ্ছে না ৷ ১০০ মিটারের পর এবার ২০০ মিটারেও সোনা জিতলেন উসেইন বোল্ট ৷ এখনও পর্যন্ত দু’টো ইভেন্টেই অংশগ্রহণ করেছেন তিনি ৷ দু’টোতেই শেষ হাসিটা তিনিই হাসলেন ৷ বৃহস্পতিবার রাতে ২০০ মিটারে সোনা জিততে বোল্ট সময় নিলেন মাত্র ১৯.৭৮ সেকেন্ড ৷ রূপো পেয়েছেন কানাডার আন্দ্রে দে গ্রাসে এবং ব্রোঞ্জ পেলেন ফ্রান্সের ক্রিস্তোফে লেমাইত্রে।
বোল্ট এদিন ধরা ছোঁয়ার বাইরে ছিলেন ৷ তীব্র লড়াইটা হয় দ্বিতীয় স্থান পাওয়া নিয়েই ৷ শেষপর্যন্ত ফটোফিনিশেই লেমাইত্রেকে টপকে দ্বিতীয় হন আন্দ্রে দে গ্রাসে ৷ ১০০ ও ২০০ মিটারে সোনা জেতার পর এবারের অলিম্পিকে নিজের শেষ ইভেন্টে ৪X১০০ নামবেন বোল্ট ৷ রিলেতে তাঁর জামাইকা দল প্রথম হলেই চলতি অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকটা সেরে ফেলতে পারবেন বোল্ট ৷
advertisement
২০০ মিটারে সোনা জেতার পর অবশ্য নিজেই নিজেকে সেরা ঘোষণা করলেন জামাইকান স্প্রিন্টার ৷ বোল্ট বলেন, ‘‘ আমার আর কিছু প্রমাণ করতে বাকি নেই ৷ আর কী বা করতে পারি নিজেকে সেরা বলতে বলুন ? ’’ তিনি আরও বলেন, ‘‘ মহম্মদ আলি এবং পেলের মতো বিশ্বের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের তালিকাতেই থাকতে চাই আমি ৷ ’’
advertisement
advertisement
৪X১০০ মিটার রিলেতে সোনা পেলে আরও একটা নজির ছোঁবেন বোল্ট। ছুঁয়ে ফেলবেন দুই মার্কিন কিংবদন্তী কার্ল লুইস এবং পাভো নুরমিকে। অ্যাথলেটিক্সে সব থেকে বেশি অলিম্পিক সোনা আছে এই দুজনেরই। ১৯৮৪ থেকে ১৯৯৬-এর মধ্যে ৯টা সোনা জেতেন লুইস। নুরমি ৯টা সোনা পেয়েছিলেন ১৯২০ থেকে ১৯২৮-এর মধ্যে। ওই দু’জনের থেকেই মাত্র একটা সোনা দূরে দাঁড়িয়ে উসেইন বোল্ট।
বাংলা খবর/ খবর/খেলা/
‘ আমিই সেরা ’- ২০০ মিটারে সোনা জিতেই হুঙ্কার বোল্টের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement