'Give Vinesh Phogat Silver':‘‘ভিনেশ কে রুপো দেওয়া হোক’’, কুস্তির নিয়মের বদল হোক, দাবি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্ডান বুরোসের

Last Updated:

তাঁর দাবী, ওজন নেওয়ার সময় সাড়ে আটটার পরিবর্তে সাড়ে দশটা করা উচিত৷ এর ফলে খেলোয়াড় ও কোচ কিছুটা হাতে সময় পাবে৷ তাঁর আরও বক্তব্য যাঁরা খেলার অন্তিম পর্বে উঠবে তাঁদের জন্য পদক নিশ্চিত করা দরকার৷

ভিনেশকে অবিলম্বনে রুপো দেওয়ার দাবি  ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ান জর্ডান বুরোসের  (Image: AFP, AP)
ভিনেশকে অবিলম্বনে রুপো দেওয়ার দাবি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ান জর্ডান বুরোসের (Image: AFP, AP)
প্য়ারিস: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে কুস্তিতে স্বর্ণ পদকের লড়াইয়ে নামতেই পারলেন না তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গেই সারা দেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এর আঁচ পৌঁছে গিয়েছিল সংসদ ভবনেও।
শোনা যাচ্ছে ইতিমধ্যেই ভিনেশ ফোগট স্পোর্টস আর্বিট্রেশন কোর্টে রৌপ্য পদকের জন্য আপিল করতে চলেছে৷
advertisement
এবার তাঁকে রুপো দেওয়ার দাবি করলেন রেসলিং জগতের কিংবদন্তি ইউএসএর জর্ডান বুরোস৷ শুধু তাই নয়, তিনি কুস্তির নিয়ম বদলে ফেলাররও দাবি জানিয়েছে৷
advertisement
প্রসঙ্গত, জর্ডান বুরোস লন্ডন ২০১২ স্বর্ণপদক-সহ ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণ পদক জয়ী৷ তাঁকে সর্বকালের শ্রেষ্ঠ ফ্রিস্টাইল কুস্তিগীরদের মধ্যে অন্যতম মনে করা হয়৷
advertisement
বিশ্বের অনেক কুস্তিগীর ফোগাটের এই ভাবে অলিম্পিক্সের মতো আসর থেকে ছিটকে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন৷
এবার তিনিও তাঁর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটের ছিটকে যাওয়া নিয়ে মুখ খুললেন৷ তিনি লিখেছেন, ‘‘ভিনেশকে রুপো দেওয়া হোক’’৷
এছাড়াও তিনি সেখানে UWW তৈরি করা বেশ কিছু নিয়মের পরিবর্তন চেয়েছেন৷ প্রথমেই তিনি বলেছেন, সমস্ত ক্যাটাগরিতেই অন্তত ১ কেজি ওজন অবধি ছাড় দেওয়া উচিত৷
advertisement
advertisement
দ্বিতীয়ত, তাঁর দাবি, ওজন গ্রহণের সময় সাড়ে আটটার পরিবর্তে সাড়ে দশটা করা উচিত৷ এর ফলে খেলোয়াড় ও কোচ কিছুটা হাতে সময় পাবে৷ তৃতীয়ত, তিনি বলেছেন, কেউ ফাইনালে ওজন মানদণ্ড পার করতে ব্যর্থ হলে কেবল তাঁকে সেই ম্যাচ থেকেই বাতিল করা হোক৷
তাঁর শেষ দাবিতেই তিনি ফোগটকে রুপোর দাবিদার বলেছেন, তাঁর বক্তব্য যাঁরা খেলার অন্তিম পর্বে উঠবে তাঁদের জন্য পদক নিশ্চিত করা দরকার৷
advertisement
এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিকও৷ কোনও রকম সমস্যা ছাড়াই প্রতিপক্ষকে হারিয়ে ভিনেশ ফোগট ফাইনালে উঠেছে৷ তাই সাক্ষীর দাবি তাঁকে অন্তত তাঁর অর্জিত রুপো দেওয়া হোক৷
বাংলা খবর/ খবর/খেলা/
'Give Vinesh Phogat Silver':‘‘ভিনেশ কে রুপো দেওয়া হোক’’, কুস্তির নিয়মের বদল হোক, দাবি ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন জর্ডান বুরোসের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement