মেয়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক, তারপরও পন্থের দ্রুত আরোগ্য কামনা উর্বশীর মায়ের

Last Updated:

বর্তমানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। আশঙ্কাজনক না হলেও চোট গুরুতর ভারতীয় উইকেট রক্ষক-ব্যাটারের। মেয়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও গাড়ি দুর্ঘটনা আহত পন্থের খোঁজ নিলেন উর্বশী রাউতেলার মা মীরা রাউটেলা।

#মুম্বই: ঋষভ পন্থ ও উর্বশী রাউতেলার সম্পর্ক যে কতটা তিক্ত তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাম্প্রতিক সময়ে একাধিকবার এক অপরের নাম না করে বাকযুদ্ধে জড়িয়েছেন বলি তারকা ও ভারতীয় ক্রিকেটার। বর্তমানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। আশঙ্কাজনক না হলেও চোট গুরুতর ভারতীয় উইকেট রক্ষক-ব্যাটারের। মেয়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক হলেও গাড়ি দুর্ঘটনা আহত পন্থের খোঁজ নিলেন উর্বশী রাউতেলার মা মীরা রাউটেলা।
সোশ্যাল মিডিয়ায় পন্থের দ্রুত আরোগ্য কামনা করেছেন উর্বশী রাউতেলার মা। ইনস্টাগ্রামে ঋষভ পন্থের ছবি শেয়ার করে মীরা রাউতেলা লিখেছেন, “সব গুজব দূরে থাক। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করবে। সবাই মিলে ঋষভের জন্য প্রার্থনা করুন।” এরপরই মায়ের পোস্ট মেয়েকে ট্যাগ করে নেটিজেনা উর্বশীর কাছে জানতে চেয়েছেন আপনি এবার কিছু বলুন। যদিও এখনও কোনও মুখ খোলেননি উর্বশী।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। উত্তরাখণ্ডের রুরকুর কাছে ঘটে এই দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা মেরে আগুন লেগে যায় পন্থের গাড়িতে। ঋষভের মাথায় আর পায়ে চোট লাগে। ডান হাঁটুর কাছে লিগামেন্ট ছিঁড়ে যায়। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার। তবে কীভাবে ঘটল এই দুর্ঘটনা তা নিয়ে চলছে জল্পনা। পন্থের দ্রুত আরোগ্য কামনায় গোটা দেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেয়ের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক, তারপরও পন্থের দ্রুত আরোগ্য কামনা উর্বশীর মায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement