ভেনেজুয়েলার কাছে হেরে কোপা থেকে বিদায় উরুগুয়ের

Last Updated:

উরুগুয়ে : ০ ভেনেজুয়েলা : ১ ( রন্ডন- ৩৬ )

উরুগুয়ে :   ০
ভেনেজুয়েলা :  ১  ( রন্ডন- ৩৬ )
#পেনিসিলভেনিয়া:   টুর্নামেন্ট শুরুর কিছুদিনের মধ্যেই ইন্দ্রপতন ! শতবর্ষের কোপা থেকে বিদায় শুক্রবারই নিশ্চিত হয়ে গেল সুয়ারেজদের ৷  মেক্সিকোর পর এদিন ভেনেজুয়েলার কাছেও হেরে এবারের মতো কোপা অভিযান শেষ উরুগুয়ের ৷
advertisement
দলের মহাতারকা সুয়ারেজ এদিনও অবশ্য মাঠে নামতে পারেননি ৷  কিন্তু তুলনায় অনেক দুর্বল দল ভেনেজুয়েলার কাছে এই হার যথেষ্ট অপ্রত্যাশিত নীল জার্সিদের কাছে ৷
advertisement
কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা বাদে অপর যে দলকে ফেভারিট হিসেবে বরাবরই ধরা হয় , সেটা হল উরুগুয়ে ৷ কিন্তু মার্কিন মুলুকে এবছর হতাশই করল তারা ৷ আগের ম্যাচের মতো তিন গোল না খেলেও এদিনের খেলাতেও মন জয় করতে ব্যর্থ উরুগুয়েনরা ৷
উল্টোদিকে এই জয় অবশ্যই দারুণ খবর ভেনেজুয়েলার সমর্থকদের কাছে ৷ টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছেন তাঁরা ৷  গ্রপ-‘সি’-তে ইতিমধ্যেই ৬ পয়েন্ট হাতের মুঠোয় ভেনেজুয়েলার ৷ এদিন ম্যাচের ৩৬ মিনিটেই গোল পেয়ে যান রনডন ৷ ১-০ গোলের এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষপর্যন্ত তা ধরে রাখতে সফল ভেনেজুয়েলা ৷
advertisement
মেক্সিকো ম্যাচ হারার পর এদিন প্রথম একাদশে চারটে পরিবর্তন করেছিলেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ ৷ দিয়েগো রোলান, নিকোলাস লদেইরো, মাতিয়াস ভেসিনো এবং আলভারো পেরেরার জায়গায় এদিন শুরুর থেকেই খেলেন ক্রিশ্থিয়ান স্টুয়ানি, গ্যাস্তন রামিরেজ, আলভারো গঞ্জালেজ এবং গ্যাস্টন সিলভা ৷ অপরদিকে ভেনেজুয়েলা দলে ছিল শুধুমাত্র একটি পরিবর্তন ৷ পেনারান্দার জায়গায় এদিন প্রথম দলে খেলতে দেখা যায় লুইস সেইজাসকে ৷ ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই গোল করার একটা সুবর্ন সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের আরেক তারকা ফুটবলার এডিনসন কাভানি ৷ কিন্তু বিপক্ষের গোলে বল রাখতে ব্যর্থ হন তিনি ৷ এরপর ম্যাচে উরুগুয়েনরা একাধিক গোলে শট মারলেও তা লক্ষ্যভ্রষ্টই হয় তাঁদের ৷
advertisement
এদিন ভেনেজুয়েলার জয়ের পাশাপাশি গ্রুপ-সি-র অপর ম্যাচে জামাইকাকে ২-০ গোলে হারাল মেক্সিকো ৷ ম্যাচের দুটি গোল করেন হার্নান্দেজ এবং পেরাল্টা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ভেনেজুয়েলার কাছে হেরে কোপা থেকে বিদায় উরুগুয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement