'তুমি আর পারছো না', কেকেআর তারকা আন্দ্রে রাসেলকে 'দুষ্টু' ইঙ্গিত রহস্যময়ী মহিলার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Andre Russell: 'তুমি এভাবে আমাকে কোলে তুলে...'! রাসেলের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দিয়ে পোস্ট মহিলার।
কলকাতা: বড় ম্যাচের আগে এটা কি আন্দ্রে রাসেলের ফোকাস নড়িয়ে দেওয়ার চেষ্টা! আজ আইপিএলে রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাও ঘরের মাঠে। সবাই জানে, কেকেআরের আসল তারকা আন্দ্রে রাসেল। তিনি ফর্মে থাকলে একাই ম্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখেন।
সেই রাসেলকে এবার দুষ্টু ইঙ্গিত দিলেন এক রহস্যময়ী মহিলা। সেই মহিলার একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে রাসেলকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তুমি আর পারছো না। ২ বছর আগে তোমার যা শক্তি ছিল তা এখন কোথায়! তিনি রাসেলের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন।
আরও পড়ুন- কেকেআরের প্রথম একাদশে 'মহাচমক'! আরসিবির বিরুদ্ধে সেরা অস্ত্র নামাচ্ছে নাইটরা
১লা এপ্রিল একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাসেলের সঙ্গে ছবি শেয়ার করেন সেই মহিলা। তিনি লেখেন, 'রাসেল, তোমার এত শক্তির কী হল? সেই আগের মতো শক্তি আর নেই। ৬৫ মিটারের বাউন্ডারি পার করতে পারছো না । এটা নিয়ে হোয়্যাটসঅ্যাপে কথা বলব। তুমি বলেছিলে, আমায় কোলে তুলে টানা এক ঘণ্টা ...................। এভাবে কোলে তুলবে?'
advertisement
advertisement
উল্লেখ্য, ১লা এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েছিলেন রাসেল। তার পরই ওই মহিলার এরকম মেসেজ! অনেকেই প্রশ্ন তুলেছেন, রাসেলের সঙ্গে কি ওই মহিলার কোনও সম্পর্ক ছিল! নাকি ওই মহিলা নেহাতই ফুটেজ খেতে চাইছেন!
যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট করা হয়েছে, সেখামে লেখা তথ্য অনুযায়ী, ওই মহিলা লখনউয়ের বাসিন্দা। তবে এখন থাকেন বেঙ্গালুরুতে। তিনি একটি নার্সিং কলেজে পড়াশোনা করেছেন। ফেসবুকের বায়োতে বিরাট কোহলি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ভক্ত বলে নিজেকে দাবি করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন- ইডেনে জয়ে ফিরবে কেকেআর? না ফের বিরাট-ডুপ্লেসির তাণ্ডব! কী বলছে ম্যাচ প্রেডিকশন
তবে ওই মহিলা এদিন যে ছবি পোস্ট করেছেন সেটি তিনি ২০২২ সালের ৭ মে-তেও পোস্ট করেছিলেন। সেই সময় তিনি আবার রাসেলের থেকে উপহারও চেয়েছিলেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 2:15 PM IST