KKR vs RCB: ইডেনে জয়ে ফিরবে কেকেআর? না ফের বিরাট-ডুপ্লেসির তাণ্ডব! কী বলছে ম্যাচ প্রেডিকশন

Last Updated:

KKR vs RCB: ইডেনে আজ কেকেআর বনাম আরসিবির মহারণ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ইডেনে জয়ে ফিরতে মরিয়া নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে প্রতিপক্ষের নাম আরিসিবি। নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের মত দলকে দুরমুশ করেছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। টানটান লড়াইয়ের জন্য প্রস্তুত ই়ডেন।

কেকেআর বনাম আরসিবি
কেকেআর বনাম আরসিবি
কলকাতা: ১৪৩৯ দিন পর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ফের আইপিএল ম্যাচ। ক্রিকেটের নন্দনকাননে কেকেআর ম্যাচ দেখার জন্য উন্মাদনা তুঙ্গে তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছে কিং খানের দলও। একইসঙ্গে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ইডেনে জয়ে ফিরতে মরিয়া নীতিশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিতরা। তবে প্রতিপক্ষের নাম আরিসিবি। নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের মত দলকে দুরমুশ করেছে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে আরসিবির। এই পরিস্থিতিতে লক্ষ্মীবারের রাতে টানটান লড়াইয়ের জন্য প্রস্তুত ই়ডেন।
প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। টিম সিলেকশন, ব্যাটিং অর্ডার, বোলারদের পারফরম্যান্স আতসকাঁচের তলায় পড়েছে সবকিছুই। তবে একটি ম্যাচ হারাতেই দলের প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে নারাজ কেকেআর কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ‘প্রত্যেকটা প্লেয়ার ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অভিজ্ঞ। আমি বিশ্বাস করি, প্রত্যেকটা প্লেয়ারই যোগ্য। এমন নয় যে, আমরা কোনও একজন প্লেয়ারের উপর নির্ভরশীল। আমি বিশ্বাস করি, প্রত্যেক প্লেয়ার ভালো পারফর্ম করার জন্য দক্ষ।’ আরসিবি কঠিন প্রতিপক্ষ হলেও তাঁর দল যে প্রস্তুত সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাও বুঝিয়ে দিয়েছেন নাইটদের হেডস্যার।
advertisement
advertisement
পঞ্জাব কিংস ম্যাচে ব্যাটিং লাইনে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ররা কিছুটা রান পেলেও অন্যান্যরা ব্যর্থ হয়েছেন। অধিনায়ক নীতিশ রানাও শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নাইটদের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। সুনীল নারিনকে দিয়ে আরও একবার ওপেন করানো হতে পারে। জেসন রয় দলে যোগ দিয়েই প্রথম একাদশে জায়গা পান কিনা সেটাও দেখার। এছাড়া মনদীপ সিং, অনুকুল রয়, রিঙ্কু সিংরা ঘরের মাঠে সেরাটা দিতে প্রস্তুত। অপরদিকে, বোলিং লাইনে উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী ছাড়া প্রথম ম্যাচে কেউই খুব একটা দাগ কাটতে পারেননি। লকি ফার্গুসন আজ ফিট হয়ে দলে ফেরেন কিনা সেটাও দেখার। সাউদি, নারিন, শার্দুলরাও ছন্দে ফিরতে মরিয়া।
advertisement
অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবার প্রথম ম্যাচ থেকেই অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। যে বিধ্বংস মেজাজে ব্যাটিং করেছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি তা কেকেআর বোলিং লাইনের চিন্তা একটু হলেও বাড়িয়েছে। মরসুমের প্রথম ম্যাচ থেকে বিরাট-ফাফ জুটি এমন ফর্ম ধরে রাখলে প্রতিপক্ষের ভাগ্য যে খুব একটা সুখকর হবে না সেটা বলাই যায়। এছাড়া প্রথম ম্যাচে সামান্য ঝলক হলেও ম্যাক্সওয়েলকেও ভয়ঙ্কর মনে হয়েছে। তবে এর বাইরে আরসিবির ব্যাটিং লাইনকে প্রথম ম্যাচে দেখার সুযোগ হয়নি। তবে বোলিং অ্যাটাকে আরসিবির বেশ কিছু খামতি প্রথম ম্যাচেই ধরা পড়েছে। ইডেনে ছন্দে ফিরতে মরিয়া হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজরা। ঘরের মাঠে সেরাটা দিতে তৈরি দুই বাংলার ক্রিকেটাক আকাশ দীপ ও শাহবাজ আহমেদ। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RCB: ইডেনে জয়ে ফিরবে কেকেআর? না ফের বিরাট-ডুপ্লেসির তাণ্ডব! কী বলছে ম্যাচ প্রেডিকশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement