Virat Kohli vs Umran Malik : আজ গতির বিস্ফোরণে কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ উমরান মালিকের

Last Updated:

Umran Malik targets Virat Kohli wicket as Sunrisers Hyderabad face RCB. আজ বিরাটকে খোলা চ্যালেঞ্জ উমরান মালিকের

আজ বিরাটকে খোলা চ্যালেঞ্জ উমরানের
আজ বিরাটকে খোলা চ্যালেঞ্জ উমরানের
#মুম্বই: উমরান মালিকের গতির বিস্ফোরণ তাতিয়ে দিয়েছে গোটা দলকেই। প্রথম দুই ম্যাচে হারের ধাক্কা সামলে আশার সূর্যোদয় ঘটিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টানা চার ম্যাচে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কেন উইলিয়ামসনের দল। কমলা ব্রিগেডের চমকপ্রদ ইউ-টার্নের নেপথ্যে রয়েছে উমরানের দুরন্ত উত্থান। বিদ্যুৎ গতির পেস বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরিয়ে দিচ্ছেন জম্মু-কাশ্মীরের তরুণ ক্রিকেটারটি।
তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ও ইয়র্কার স্পেশালিস্ট টি নটরাজন। ধারাল পেস আক্রমণে ভর করেই এবার পয়েন্ট টেবিলে প্রথম চারের গণ্ডিতে ঢুকে পড়ার হাতছানি হায়দরাবাদের সামনে। সেই লক্ষ্যে শনিবার তারা মুখোমুখি হবে ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে উপরের সারিতে রয়েছেন কোহলি-ডু’প্লেসিরা।
advertisement
advertisement
ফলে জমজমাট দ্বৈরথের যথেষ্ট মশলা মজুত রয়েছে এই ম্যাচে। হায়দরাবাদ শিবিরকে যেমন উজ্জীবিত করছেন তরুণ উমরান, তেমনই আরসিবি’র প্রেরণার উৎস এখন বর্ষীয়ান দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সে গত কয়েক মরশুমে ধারাবাহিকভাবে ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের পুনর্জন্ম ঘটেছে এবারের আইপিএলে।
advertisement
চরম প্রতিকূল পরিস্থিতি থেকে আরসিবি’কে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি। ব্যাট হাতে যোগ্য সঙ্গত করছেন নতুন অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তবে বিরাট কোহলির অফ-ফর্ম কিছুতেই কাটছে না। এখনও পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও।
advertisement
তবে হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজলউড ও হাসারাঙ্গাকে নিয়ে গঠিত আরসিবি’র বোলিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। যদিও হায়দরাবাদের ব্যাটসম্যানদের সামনে তাদের কড়া পরীক্ষার মুখে পড়তে হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli vs Umran Malik : আজ গতির বিস্ফোরণে কোহলির স্টাম্প উড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ উমরান মালিকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement