Umran Malik: 'মাথামোটার মতো গায়ের জোরে বল করছে', উমরান মালিকের প্রবল সমালোচনায় শাস্ত্রী
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: তিনি ভারতের ভবিষ্যৎ সুপারস্টার। পেস বোলার হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ সকলেই জানে। এই মুহূর্তে ভারতে তার থেকে কেউ জোরে বল করে না। কিন্তু হঠাৎ করেই উমরান মালিক যেন নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন। ভুলভাল বল করছেন। প্রবল সমালোচনা করেছেন রবি শাস্ত্রী থেকে কেভিন পিটারসেন।
ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অভিজ্ঞ ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন শনিবার দিল্লি ক্যাপিটালসের সংঘর্ষের সময় মিচেল মার্শ এবং ফিল সল্টের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার উমরান মালিকের বোলিং পদ্ধতির সমালোচনা করেছিলেন।
আরও পড়ুন - মেসির মুখে হঠাৎ সৌদি আরবের প্রশংসা! তবে কী রোনাল্ডোর পথেই আর্জেন্টাইন তারকা?
উমরানের একটি ভুলে যাওয়া ম্যাচ ছিল কারণ তিনি মাত্র এক ওভার বল করেছিলেন এবং ২২ রান দিয়েছিলেন। তরুণ পেসার এই মরসুমে একটি দুর্বল প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন এবং অধিনায়কও তার প্রতি খুব বেশি আস্থা দেখাচ্ছেন না কারণ তিনি এই মরসুমে একাধিকবার তার ওভারের কোটা পূরণ করেননি। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের ৭ তম ওভারে আক্রমণে উমরানকে আনা হয়।
advertisement
advertisement
#DCvsSRH #IPL2023 An expensive first over from Umran Malik - leaks 22 runs DC 79/1, chasing 198https://t.co/q3gNH86fju
— News18 CricketNext (@cricketnext) April 29, 2023
তিনি শর্ট বল দিয়ে শুরু করেছিলেন এবং সল্ট তাকে বাউন্ডারি মেরেছিলেন। দ্বিতীয় বলে একটি সিঙ্গল আসে। মিচেল মার্শ তৃতীয় বলে ছয় ওভারের লম্বা পায়ে ছয় মারেন। জম্মু ও কাশ্মীর পেসার তার এক্সপ্রেস পেস বল করতে থাকেন এবং চতুর্থ বলেও ছক্কা খান। পঞ্চম বলে মার্শ সিঙ্গল নিলেও সল্ট তা শেষ করেন আরও চার দিয়ে।
advertisement
সানরাইজার্স হায়দ্রাবাদের ওপর চাপ সৃষ্টি করা ওভারে ২২ রান আসে। শাস্ত্রী মনে করেন খুব তাড়াতাড়ি উমরানকে এই ভুল ঠিক করে নিতে হবে। দলের সিনিয়র পেসার শামির থেকে এই ব্যাপারে তার উপদেশ নেওয়া উচিত মনে করেন রবি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 4:09 PM IST