Umran Malik: 'মাথামোটার মতো গায়ের জোরে বল করছে', উমরান মালিকের প্রবল সমালোচনায় শাস্ত্রী

Last Updated:
দিল্লির বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ছিলেন উমরান
দিল্লির বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ছিলেন উমরান
দিল্লি: তিনি ভারতের ভবিষ্যৎ সুপারস্টার। পেস বোলার হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ সকলেই জানে। এই মুহূর্তে ভারতে তার থেকে কেউ জোরে বল করে না। কিন্তু হঠাৎ করেই উমরান মালিক যেন নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন। ভুলভাল বল করছেন। প্রবল সমালোচনা করেছেন রবি শাস্ত্রী থেকে কেভিন পিটারসেন।
ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী এবং অভিজ্ঞ ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন শনিবার দিল্লি ক্যাপিটালসের সংঘর্ষের সময় মিচেল মার্শ এবং ফিল সল্টের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার উমরান মালিকের বোলিং পদ্ধতির সমালোচনা করেছিলেন।
আরও পড়ুন - মেসির মুখে হঠাৎ সৌদি আরবের প্রশংসা! তবে কী রোনাল্ডোর পথেই আর্জেন্টাইন তারকা?
উমরানের একটি ভুলে যাওয়া ম্যাচ ছিল কারণ তিনি মাত্র এক ওভার বল করেছিলেন এবং ২২ রান দিয়েছিলেন। তরুণ পেসার এই মরসুমে একটি দুর্বল প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন এবং অধিনায়কও তার প্রতি খুব বেশি আস্থা দেখাচ্ছেন না কারণ তিনি এই মরসুমে একাধিকবার তার ওভারের কোটা পূরণ করেননি। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের ৭ তম ওভারে আক্রমণে উমরানকে আনা হয়।
advertisement
advertisement
তিনি শর্ট বল দিয়ে শুরু করেছিলেন এবং সল্ট তাকে বাউন্ডারি মেরেছিলেন। দ্বিতীয় বলে একটি সিঙ্গল আসে। মিচেল মার্শ তৃতীয় বলে ছয় ওভারের লম্বা পায়ে ছয় মারেন। জম্মু ও কাশ্মীর পেসার তার এক্সপ্রেস পেস বল করতে থাকেন এবং চতুর্থ বলেও ছক্কা খান। পঞ্চম বলে মার্শ সিঙ্গল নিলেও সল্ট তা শেষ করেন আরও চার দিয়ে।
advertisement
সানরাইজার্স হায়দ্রাবাদের ওপর চাপ সৃষ্টি করা ওভারে ২২ রান আসে। শাস্ত্রী মনে করেন খুব তাড়াতাড়ি উমরানকে এই ভুল ঠিক করে নিতে হবে। দলের সিনিয়র পেসার শামির থেকে এই ব্যাপারে তার উপদেশ নেওয়া উচিত মনে করেন রবি।
বাংলা খবর/ খবর/খেলা/
Umran Malik: 'মাথামোটার মতো গায়ের জোরে বল করছে', উমরান মালিকের প্রবল সমালোচনায় শাস্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement