Messi: মেসির মুখে হঠাৎ সৌদি আরবের প্রশংসা! তবে কী রোনাল্ডোর পথেই আর্জেন্টাইন তারকা?
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
রোজারিও: বার্সেলোনায় আসতে চলেছেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে স্পেনে ফেরা নাকি তার সময়ের অপেক্ষা। এই আলোচনা চলছে গত এক সপ্তাহ ধরে। এর মধ্যেই একটি বোমা ফাটালেন লিওনেল মেসি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক ও ইন্সটাগ্রাম আইডিতে সৌদি আরবের গাছপালা ও সবুজ প্রকৃতির একটি ছবি আপলোড করেছেন লিও মেসি। ক্যাপশনে লিখেছেন, কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে?
যখনই পারি, দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি। সঙ্গে সৌদি ঘুরে আসুন হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এ মরশুম শেষেই চুক্তি শেষ হবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। আগামী মরশুমে বার্সেলোনার হয়ে দেখা যেতে পারে সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলারকে।
advertisement
advertisement
এমাসের শুরুর দিকেই মেসিকে পেতে বছরে ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। এই পরিস্থিতির মধ্যে সৌদিতে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছেন মেসি, যা জন্ম দিয়েছে বেশ আলোচনার।মেসি এমন এক সময়ে সৌদির পর্যটনের প্রচারণার কাজটা করলেন, যা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। এ বছরের জুনের চুক্তি শেষে কি জানি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সৌদির কোনো ক্লাবে যোগ দেন কিনা।
advertisement
সমর্থকেরা এমনটা ভাবলে অবশ্য দোষের কিছু নেই। তবে এটাও সত্যি কথা লিওনেল মেসি সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। কয়েক কোটি টাকায় আর্জেন্টাইন তারকাকে এই দায়িত্ব দিয়েছে সৌদি সরকার। মেসির এজেন্ট নিজের বাবা জর্জ মেসি। তার ট্রান্সফারের ব্যাপারটা দেখছেন তিনি নিজে।
বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা মেসির আছে ঠিক কথা। কিন্তু সেখানে কম টাকায় খেলতে হবে আর্জেন্টাইন অধিনায়ককে। তার থেকে তিন ডবল টাকা বেশি দেবে সৌদি। তাছাড়া চির প্রতিবন্ধী রোনাল্ডো খেলছেন সৌদিতে। মেসি কোন সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা পরিষ্কার হতে আর কিছুটা সময় লাগবে। তবে কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যায় না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2023 1:57 PM IST