বাবার মৃত্যুশোক কাটিয়ে দেশের ডিউটিতে! রেকর্ডে কোহলিকে ছুঁলেন উমেশ যাদব

Last Updated:

Umesh Yadav record at indore: পিতৃশোকে কাটিয়ে জাতীয় দলের হয়ে কর্তব্যে অবিচল। উমেশ যাদবকে সেলাম।

ইনদউর: ভারতীয় ফাস্ট বোলার উমেশ যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন। ৫ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক এবং টড মারফিকে আউট করে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন উমেশ যাদব। উমেশ অজিদের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে ছিলেন না।
তৃতীয় টেস্টে মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। শামির বদলে উমেশকে পরিবর্তে হিসেবে প্রথম একাদশে রাখা হয়েছিল। সেই উমেশ বল ও ব্যাট হাতে জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতকে ব্ল্যাকমেইল করলে পাকিস্তান ক্রিকেটকে না খেয়ে মরতে হবে! কেন জানেন?
দিল্লিতে দ্বিতীয় টেস্ট খেলার পর ২৩শে ফেব্রুয়ারি উমেশের বাবা মারা যান। এর পর উমেশ নাগপুরে নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু দেশের হয়ে খেলার দায়িত্ব পালন করতে উমেশ ইনদউরে ফিরে দলের সঙ্গে দেন।  তৃতীয় টেস্টে খেলেই মহারেকর্ড করে ফেললেন তিনি।
advertisement
উমেশ ভারতে তাঁর ১০০টি টেস্ট উইকেট পূর্ণ করেছেন। ভারতের মাটিতে ৬১ টেস্ট ইনিংসে তাঁর এখন ১০১টি উইকেট রয়েছে। ভারতের পঞ্চম ফাস্ট বোলার হিসেবে ১০০ টেস্ট উইকেট নেওয়া বোলার উমেশ। তাঁর আগে শুধুমাত্র কপিল দেব (২১৯), জাভাগল শ্রীনাথ (১০৮), জাহির খান (১০৪) এবং ইশান্ত শর্মা (১০৪) ভারতের হয়ে ফাস্ট বোলার হিসেবে এই কীর্তি করেছিলেন।
advertisement
আরও পড়ুন- ২২ বছরের 'ছোকরা'র হাতে জব্দ কিং কোহলি! তিন ম্যাচে তিনবার আউট বিরাট
উমেশ যাদবের দুর্দান্ত বোলিংয়ের কারণে দ্বিতীয় দিনে ম্যাচে ফিরেছে ভারতীয় দল। এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১৮৬ রান। কিন্তু পরের ১১ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায় অজিদের। অস্ট্রেলিয়া ১৯৭ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ৮৮ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া।
advertisement
তৃতীয় টেস্টে ১৭ রানের ইনিংসে ২টি ছক্কা রয়েছে উমেশের। টেস্টে এখনও পর্যন্ত ২৪টি ছক্কা মেরেছেন উমেশ যাদব। এদিকে, টেস্টে কোহলির ছক্কার সংখ্যাও ২৪। টেস্টে আবার রবি শাস্ত্রীর ছক্কা ২২টি। এদিন উমেশ কোহলিকে ছুঁলেন, শাস্ত্রীকে টপকে গেলেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাবার মৃত্যুশোক কাটিয়ে দেশের ডিউটিতে! রেকর্ডে কোহলিকে ছুঁলেন উমেশ যাদব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement