২৪ ঘণ্টার মধ্যে ৩ বার আউট! টি-২০ ক্রিকেটে বিরল রেকর্ড, যা অনেকের অজানা।
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Dismissed 3 Times In T20 Cricket In 24 Hours: টি–২০ ক্রিকেট বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। এই ফরম্যাটে প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন রেকর্ড তৈরি হয়। এমনই এক ব্যতিক্রমী ও বিরল রেকর্ডও তৈরি হয়।
টি–২০ ক্রিকেট বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। এই ফরম্যাটে প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন রেকর্ড তৈরি হয়। এমনই এক ব্যতিক্রমী ও বিরল রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। ২০১৫ সালে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে টি–২০ ক্রিকেটে তিনবার আউট হয়ে তিনি এমন একটি রেকর্ড করেন, যা আজও খুব কম ক্রিকেটভক্তের জানা।
৩০ নভেম্বর ২০১৫ সালে শারজাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে একটি টি–২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান তোলে। জবাবে পাকিস্তানও ৭ উইকেটে ১৫৪ রান করায় ম্যাচটি টাই হয়ে যায় এবং সুপার ওভারে গড়ায়। পাকিস্তানের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে নেমে উমর আকমল মাত্র ৪ রান করে আউট হন।
advertisement

advertisement
সুপার ওভারে অধিনায়ক শাহিদ আফ্রিদি উমর আকমলকে ব্যাট করার সুযোগ দেন। আকমল সেখানে মাত্র ১ রান করতে পারেন এবং শেষ বলে আউট হয়ে যান। ফলে পাকিস্তান সুপার ওভারে মাত্র ৩ রান তোলে। ইংল্যান্ড সহজেই সেই রান তুলে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচেই আকমল দুইবার আউট হন।
advertisement
ম্যাচ শেষ হওয়ার পরই উমর আকমল বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় যান। পরের দিন বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে খেলতে নেমে রংপুর রাইডার্সের বিপক্ষে আবারও তিনি আউট হন। এভাবেই ২৪ ঘণ্টার মধ্যে তিনবার আউট হয়ে টি–২০ ক্রিকেটে এক বিরল ও লজ্জাজনক রেকর্ড গড়েন উমর আকমল, যা আজও অক্ষত রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 10:17 AM IST










