অভিনব কায়দায় সিন্ধুকে সম্মান উবের ইন্ডিয়ার

Last Updated:

সিন্ধুর এই কীর্তিকে সম্মান জানাতে তাই ক্যাব সংস্থা উবেরও দেরি করেনি ৷

#রিও দি জেনেইরো: রিওতে রূপো জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন পিভি সিন্ধু ৷ প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিকে রূপো জয়ের নজির গড়েছেন তিনি ৷ ফাইনালে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে শেষপযর্ন্ত হারলেও গোটা দেশের হৃদয় জিতে নিতে সফল হায়দরাবাদি এই ২১ বছরের শাটলার ৷ ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে সিন্ধুকে পুরস্কার দেওয়ার হিড়িক লেগেছে ৷ সিন্ধুর এই কীর্তিকে সম্মান জানাতে তাই ক্যাব সংস্থা উবেরও দেরি করেনি ৷ অলিম্পিকে রূপোজয়ী এই মেয়েকে অভিনব কায়দায় সম্মান জানিয়েছে সংস্থা ৷
advertisement
উবের অ্যাপ থেকে ক্যাব বুক করতে হলেই কাছাকাছি থাকা ট্যাক্সির আইকন দেখা যেত ৷ এখন সেই ট্যাক্সির আইকন বদল হয়েছে ‘শাটল কক’ ৷  অর্থাৎ শাটল কক দেখতে পেলেই বোঝা যাবে আপনার অঞ্চলের আশপাশেই উবের ট্যাক্সি রয়েছে ৷ অলিম্পিকে সিন্ধুর এই কৃতিত্বে খুশি গোটা দেশবাসী ৷ বিশেষ করে বিশ্বের এক নম্বরের বিরুদ্ধেও ফাইনালে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি ৷ তাতে মুগ্ধ গোটা দেশবাসী ৷
advertisement
সিন্ধু জেতার পর থেকেই চলছে শুধু পুরস্কার ঘোষণার পালা ৷ দিল্লি সরকারের তরফে সিন্ধুর জন্য ইতিমধ্যেই দু’কোটি টাকা ঘোষণা করা হয়েছে । তেলেঙ্গানা সরকারা জমি-সহ ঘোষণা করেছে এক কোটি টাকা। তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ।  শিবরাজ সিং চৌহানের ঘোষণা, দেশে ফিরলে সিন্ধুকে দেওয়া হবে পঞ্চাশ লাখ টাকা। শুক্রবারই পিভির জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা। প্রেসিডেন্ট অখিলেশ দাশগুপ্ত জানিয়েছেন, পিভির জন্য বরাদ্দ পঞ্চাশ লাখ টাকা। তবে প্রায় সবাইকে চমকে দিয়ে সিন্ধুর জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাদের দেওয়া অর্থের পরিমাণ পাঁচ লাখ টাকা।
বাংলা খবর/ খবর/খেলা/
অভিনব কায়দায় সিন্ধুকে সম্মান উবের ইন্ডিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement