U19 World Cup India: ব্যক্তি নয়, টিম গেম! ফাইনালের আগে ইয়াশদের নতুন মন্ত্র দিচ্ছেন লক্ষণ

Last Updated:

VVS Laxman highlights on team game before U19 World Cup Final. ব্যক্তি নয়, টিম গেম! ফাইনালের আগে নতুন মন্ত্র ইয়াশদের দিচ্ছেন লক্ষণ

ব্যক্তিগত কারিশমা নয়, ফাইনালের জন্য টিম গেমই ভরসা ভারতের
ব্যক্তিগত কারিশমা নয়, ফাইনালের জন্য টিম গেমই ভরসা ভারতের
অধিনায়কোচিত ইনিংস। ৩৭ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দল যখন চিন্তায়, তখন ব্যাট হাতে ক্রিজে নামলেন অধিনায়ক। শেখ রশিদকে সঙ্গী করে জুটি গড়লেন ২০৪ রানের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইয়াশ ধুলের শতরানের (১১০ বলে ১১০ রান) ইনিংস মনে করিয়ে দিতেই পারে বিরাট কোহলি, উন্মুক্ত
advertisement
advertisement
চাঁদদের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসাবে শতরান ছিল তাঁদেরও। ফাইনালে উঠে ইয়াশ বললেন, আমার এবং রশিদের পরিকল্পনা ছিল শেষ অবধি ব্যাট করা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বিরাট এবং উন্মুক্তের পর শতরান করে দারুণ লাগছে। আমরা খুব বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে যাইনি। ধীর স্থির ভাবেই খেলছিলাম। রশিদ এবং আমার জুটি ভাল ছিল। পরের দিকের ব্যাটাররাও রান পেয়েছে। রশিদ মানসিক ভাবে খুব শক্তিশালী। সব সময় তৈরি থাকে ও। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ব্যাট হাতে ইয়াশদের দাপটের পর ভারতের বোলাররাও অস্ট্রেলিয়ার উপর চেপে বসেন।
advertisement
নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। বাংলার রবি কুমার নেন দু’টি উইকেট। ভিকি অস্তবাল নিয়েছেন তিনটি উইকেট। দু’টি উইকেটে পেয়েছেন নিশন্ত সিন্ধু। একটি করে উইকেট নিয়েছেন কৌশল তাম্বে এবং অংক্রিশ রঘুবংশি। এবারের সফর অন্যবারের থেকে অনেকটাই কঠিন ছিল। কারণ এবার মাঠে ও মাঠের বাইরে লড়তে হয়েছে ইয়াশ ধুলের টিমকে।
advertisement
একে তো একের পর এক শক্তিশালী প্রতিপক্ষ। তার উপর দলে করোনার হানা। কাজটা যে কতটা শক্ত ছিল তা একমাত্র ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররাই জানতেন। তবে শেষমেশ ফাইনালের টিকিট হাতে নিয়ে ছাড়ল ভারত। কোচ ঋষিকেশ কানিতকার জানিয়েছেন একটা দল হিসেবেই খেলছে ভারত। সকলেই জানে তাদের থেকে চাহিদা কতটা। বয়সের তুলনায় ইয়াশ পরিণত।
advertisement
এর পেছনে রাহুল দ্রাবিড় এবং বর্তমানে ভিভিএস লক্ষ্মণ অবদান রেখেছেন। মাঝে একটা দিন। তারপরেই ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি অনূর্ধ্ব উনিশ ভারতীয় দল। পুরো শিবির আত্মবিশ্বাসী, পাশাপাশি সতর্ক। এত কাছে এসেও খালি হাতে ফিরতে চায় না তারা। ব্যক্তি নয়, টিম গেম! ফাইনালের আগে নতুন মন্ত্র ইয়াশদের দিচ্ছেন লক্ষণ
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup India: ব্যক্তি নয়, টিম গেম! ফাইনালের আগে ইয়াশদের নতুন মন্ত্র দিচ্ছেন লক্ষণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement