ATKMB vs Mumbai city FC : আইএসএলে আজ ইতিহাস বদলানোর ম্যাচ এটিকে মোহনবাগানের সামনে

Last Updated:

ATKMB looking forward to first win against Mumbai city in ISL. মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমবার জয়ের লক্ষ্যে এটিকে মোহনবাগান

অনুশীলনে মুম্বই বধের মহড়ায় ব্যস্ত উয়িলিয়াম, বুমুরা
অনুশীলনে মুম্বই বধের মহড়ায় ব্যস্ত উয়িলিয়াম, বুমুরা
#গোয়া: আইএসএল এর ইতিহাসে এটিকে মোহনবাগানকে যে দলটা বারবার রক্তাক্ত করেছে তার নাম মুম্বই সিটি। আরব সাগরের তীরে আজ চাকা ঘোরাতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। ডার্বির পরের ম্যাচেই পয়েন্ট খুইয়েছে বিজয়ী দল। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। আইএসএলেও সেই ট্র্যাডিশন অব্যাহত। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে চারটি ডার্বিতে জয়ের স্বাদ পেয়েছে এটিকে মোহন বাগান।
কিন্তু পরের তিনটি ম্যাচের মধ্যে দু’টিতেই পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন ব্রিগেড। মুম্বই সিটি এফসি’র কাছে পাঁচ গোল হজম করতে হয়েছিল আন্তোনিও লোপেজ হাবাস-ব্রিগেডকে। ফিরতি লেগে অবশ্য সেই ঘটনা ঘটতে দিতে নারাজ এটিকে মোহন বাগানের বতর্মান কোচ হুয়ান ফেরান্দো। আজ তাঁর লক্ষ্য তিন পয়েন্টই। আইএসএলে নাম লেখানোর পর থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি এটিকে মোহন বাগান।
advertisement
advertisement
চারবারের সাক্ষাতে প্রতিবারই শেষ হাসি হেসেছে গতবারের চ্যাম্পিয়নরা। শেষবার এটিকে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। তবে সম্প্রতি কাঙ্ক্ষিত ছন্দে নেই দেস বাকিংহামের দল। গত পাঁচটি ম্যাচে জয় অধরা তাদের। তাই বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী রয় কৃষ্ণদের কোচ। ডার্বিতে হ্যাটট্রিক করে সমর্থকদের কাছে পোস্টার বয় হয়ে উঠেছেন কিয়ান নাসিরি।
advertisement
তবে দলে নিয়মিত সুযোগ পেতে হলে তরুণ ফুটবলারটিকে আরও পরিশ্রম করতে হবে বলেই জানান কোচ ফেরান্দো। পাশাপাশি প্রথম একাদশে জায়গা ধরে রাখার জন্য মনবীর সিংকে আরও ধারাবাহিক হতে হবে বলে ধারণা তাঁর। চোট সারিয়ে জনি কাউকো অনুশীলনে ফিরলেও বৃহস্পতিবার তাঁর খেলার সম্ভাবনা কম। পাশাপাশি রয় কৃষ্ণকে নিয়েও বিন্দুমাত্র ঝুঁকি নিয়ে নারাজ ফেরান্দো। ফিজির তারকাকে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে। প্রয়োজন বুঝে ব্যবহার করা হবে।
advertisement
তবে পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারেন সন্দেশ ঝিংগান। ক্রোয়েশিয়া থেকে ফিরে এসে ট্রেনিং করে ফিটনেস বাড়িয়ে এখন অনেকটাই খেলার মতো জায়গায় ফিরে এসেছেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তবে মুম্বইয়ের সেনেগালের ডিফেন্ডার ফল সেট পিস থেকে গোল করতে ওস্তাদ। ব্রাজিলের ক্যাসিও দুরন্ত ফুটবলার। এই দুজনকে আলাদা নজর দিতে হবে মানছেন কোচ হুয়ান।
advertisement
তবে পাশাপাশি মুম্বইকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে প্রথম চারে ফিরে আসা লক্ষ্য এটিকে মোহনবাগানের। বিগত কয়েকটা ম্যাচে মুম্বইয়ের দুর্বলতা গুলো লক্ষ্য করেছেন হুয়ান। সেই মতো প্র্যাকটিসে দলকে তৈরি করেছেন গোল তুলে নেওয়ার লক্ষ্যে। বিশেষ করে উইং প্লের ওপর আজ আলাদা জোর দিতে দেখা যেতে পারে সবুজ মেরুনকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ATKMB vs Mumbai city FC : আইএসএলে আজ ইতিহাস বদলানোর ম্যাচ এটিকে মোহনবাগানের সামনে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement