U19 World Cup, IND vs AUS: ইয়াশের শতরান, রশিদের ব্যাটে অজিদের বিরুদ্ধে সেমিতে লড়াকু রান ভারতের

Last Updated:

U19 World Cup, IND vs AUS Yash Dhull century and Sheikh Rasheed takes India fighting total. ইয়াশ এবং রশিদ টানলেন ভারতীয় ইনিংস। ইয়াশ আজ করলেন শতরান।

ইয়াশ এবং রশিদ টানলেন ভারতীয় ইনিংস
ইয়াশ এবং রশিদ টানলেন ভারতীয় ইনিংস
ভারত - ২৯০/৫
#অ্যান্টিগা: কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সকাল দেখেই বোঝা গেছিল দিনটা হয়তো ভারতের হতে চলেছে। টস ভাগ্য ভারতের সহায় হল। অস্ট্রেলিয়ার অধিনায়ক কুপার কনলিকে হারিয়ে টস জিতলেন ইয়াশ ধুল। চোখ বন্ধ করে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত। দুই ওপেনার রঘুবংশী (৬) এবং
হারনুর সিং সাবধানে শুরু করলেন। কিন্তু ব্যর্থ দুজনেই। সালজম্যান বোল্ড করলেন রঘুবংশীকে। হারনুর (১৬) পুল মারতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটরক্ষককে।
advertisement
advertisement
উইকেটে এলেন শেখ রশিদ এবং ইয়াশ ধুল। অধিনায়ক এবং সহ-অধিনায়ক জানতেন একটু সময় নিয়ে খেলাটা ধরতে পারলে রান তুলতে সমস্যা হবে না। সেভাবেই স্কোরবোর্ড চালু রাখলেন। লুজ বল পেলে মাঠের বাইরে পাঠালেন। সিঙ্গল, ডবল নিয়ে স্কোরবোর্ড চালু রাখলেন। একটা সময় মন্থর হয়ে গিয়েছিল ভারতের রানের গতি। ৩৭ ওভারের পর থেকে দুজনে রান তোলার গতি বাড়ালেন।
advertisement
তবে ভাগ্য ভাল ভারতের। সহজ রানআউট কাজে লাগাতে পারেনি অস্ট্রেলিয়া। না হলে ফিরে যেতে হত ইয়াশ ধুলকে। ৪২ ওভারে ২০০ উঠে গেল ভারতের। অস্ট্রেলিয়ার বোলারদের সহজেই সামলালেন শেখ রশিদ এবং ধুল। ডাগআউটে বসে বেশ উপভোগ করতে দেখা গেল ভিভিএস লক্ষ্মণকে। সবচেয়ে বড় কথা দুটো উইকেট হারানোর পর এত চাপের ম্যাচে যেভাবে পরিণত বোধ দেখাল দুই ব্যাটসম্যান, সেটা তারিফ যোগ্য।
advertisement
অস্ট্রেলিয়ার রহস্য স্পিনার রাধাকৃষ্ণণ কোন প্রভাব ফেলতে পারলেন না। যত সময় গেল ভারতীয় ব্যাটসম্যানরা রাজ করলেন। অন্ধ্রপ্রদেশের রশিদ এবং দিল্লির ইয়াশ ভরসা দিলেন ভারতকে। তবে অস্ট্রেলিয়ার হয়ে নিসবেত যথেষ্ট কৃপণ বোলিং করলেন। প্রশ্ন ছিল দুই ভারতীয় ব্যাটসম্যান কি সেঞ্চুরি করবেন? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৫ করেছিলেন ইয়াশ। আজ করলেন শতরান।
advertisement
সঠিক জায়গায় অধিনায়কোচিত ইনিংস খেলে দেখিয়ে দিলেন দিল্লির ছেলে। বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং উন্মুক্ত চাঁদ অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করেছিলেন অনূর্ধ্ব উনিশে। আজ পূর্বসূরিদের স্পর্শ করলেন ইয়াশ। বোলারের হাত লেগে রান আউট হয়ে গেলেন ১১০ বলে ১১০ করে।
পরের ওভারেই আউট হয়ে গেলেন শেখ রশিদ। ভাগ্য খারাপ তার। ফিরে যেতে হল ৯৪ রানে। এরপর রাজবর্ধন হাঙ্গরগেকর এবং সিন্ধু মিলে চেষ্টা করলেন রান বাড়ানোর। হাঙ্গরগেকর দশ বলে ১৩ করে বোল্ড হলেন। শেষ ওভারে নিশ্নত এবং দীনেশ মিলে ২৭ রান তুল্লেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup, IND vs AUS: ইয়াশের শতরান, রশিদের ব্যাটে অজিদের বিরুদ্ধে সেমিতে লড়াকু রান ভারতের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement