U19 WC: ফাইনালে ভারতের বিরুদ্ধে বাড়তি চাপ নিতে রাজী নয় বাংলাদেশ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেলেন মাহমুদুলরা ৷
#বেনোনি: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং বাংলাদেশ ৷ টুর্নামেন্টের দুই সেরা দলই ফাইনালে জায়গা করে নিয়েছে ৷ এই নিয়ে টানা তিন বার ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেললেও প্রথমবার ফাইনালে উঠল বাংলাদেশ ৷ বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেলেন মাহমুদুলরা ৷
নিউজিল্যান্ডের ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন ৪৪.১ ওভারেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ ৷ ভাইদের জয়ে উচ্ছ্বসিত বড়রাও ৷ বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম ট্যুইট করে বলেন, ‘‘অভিনন্দন ভাইয়েরা। মাথা ঠান্ডা রাখো। আর একটা বড় ধাপ পেরনো এখনও বাকী আছে।’’
Mahmudul’s brilliant catch ?
Wheeler-Greenall’s outrageous scoop? Field’s massive six? What do you think should be today's @Nissan Play of the Day?#U19CWC | #FutureStars pic.twitter.com/G9LEiqDmCd — ICC (@ICC) February 6, 2020
advertisement
advertisement
ম্যাচ শেষে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক আকবর আলি বলেন, ‘‘আমরা জানি, ভারত খুব শক্তিশালী দল। ফাইনালে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’’ কিন্তু রবিবারের কথা ভেবে এখন থেকেই কি একটু উত্তেজনা হচ্ছে না? বাংলাদেশ অধিনায়কের জবাব, ‘‘আমরা আর পাঁচটা ম্যাচের মতোই রবিবারের ম্যাচটা দেখছি। ফাইনাল বলে বাড়তি চাপ নিতে রাজি নই।’’
advertisement
Bangladesh are going to the final!#U19CWC | #NZvBAN | #FutureStars pic.twitter.com/p1o3XXhazT
— Cricket World Cup (@cricketworldcup) February 6, 2020
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2020 8:46 AM IST