U19 WC 2022: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কবে, কার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত! জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
India vs Australia In U19 WC 2022: বাংলাদেশকে গুঁড়িয়ে বিশ্বকাপের শেষ চারে নাম লিখিয়েছে ভারতীয় দল। এবার মোকাবিলা কার সঙ্গে?
#নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজে চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ভারত ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট অর্জন করেছে। বাংলাদেশকে (India vs Bangladesh) ৫ উইকেটে হারিয়ে শেষ চারের জায়গা নিশ্চিত করেছে ইয়াস ধুলের ভারতীয় দল। এই নিয়ে রেকর্ড ১০ বার সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। ভারত ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানও সেমিফাইনালে উঠেছে।
ভারতের জন্য বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২ বছর আগে বাংলাদেশ দল ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল। সেবার ফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এর শেষ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেই হারের হিসাব মেটাল ভারত।
আরও পড়ুন- কপিল, ধোনি, সৌরভদের থেকে কোহলি পিছিয়ে বলছেন সঞ্জয় মঞ্জরেকর
ভারত ছাড়াও কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ইংল্যান্ড। সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স ছিল আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।
advertisement
advertisement
ভারতের সেমিফাইনাল ম্যাচ ২ ফেব্রুয়ারি-
ভারতীয় সমর্থকরা নিশ্চয়ই জানার চেষ্টা করছেন, সেমিফাইনাল কোন দিন এবং কোন দলের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে? আগে জেনে নেওয়া যাক, সেমিফাইনাল দুটি কবে এবং কোথায় হবে? প্রথম সেমিফাইনাল খেলা হবে ১ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ সেমিফাইনাল।
advertisement
সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া
২ ফেব্রুয়ারি অ্যান্টিগায় অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই দুই দলের মধ্যে যে দলই জিতবে, তারাই চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে শক্তিশালী দাবীদার বলে ধরা হচ্ছে। ভারতের জন্য ভাল ব্যাপার, টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন ইয়াশরা। এমন পরিস্থিতিতে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বাড়তি আত্মবিশ্বাস থাকবে।
advertisement
আফগানিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। যেভাবে কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে, তাদের এবার জায়ান্ট কিলার হিসাবে ধরা হচ্ছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2022 6:01 PM IST