হোম /খবর /খেলা /
U19 WC: আবেগপ্রবণ হয়েই হাতাহাতি ! ম্যাচ শেষ দুঃখপ্রকাশ বাংলাদেশ অধিনায়কের

U19 WC: ‘ছেলেরা আবেগপ্রবণ হয়েই হাতাহাতিতে জড়িয়েছিল...’ ম্যাচ শেষে দুঃখপ্রকাশ বাংলাদেশ অধিনায়কের

Photo Source: Twitter

Photo Source: Twitter

খেলার পর যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ ম্যাচ শেষে জানালেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷

  • Last Updated :
  • Share this:

#পোচেফেস্ট্রুম: খেলায় হার-জিত তো থাকেই ৷ কিন্তু যে কোনও খেলা শেষেই যদি দু’দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হাত মেলানোর বদলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে তা দেখতে কারোরই ভাল লাগবে না ৷

রবিবার ফাইনালে দুরন্ত বোলিং করে নজর কাড়েন বাংলাদেশের শরিফুল ইসলাম ৷ বাঁ হাতি এই পেসার অবশ্য শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের গালিগালাজ করতে থাকেন ৷ প্রায় প্রতিটি ডেলিভারির পরেই ব্যাটসম্যানের দিকে তেড়ে গিয়ে কিছু বলছিলেন ৷

এমনকী, এক ভারতীয় ব্যাটসম্যানের মুখে একবার বলও ছুঁড়ে মারেন তিনি ৷ খেলা যতো গড়িয়েছে, এমন দৃশ্য বারবার দেখা গিয়েছে মাঠে ৷ তাই ফল যা হওয়ার তাই হয়েছে ৷ ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটাররাই উত্তেজিত হয়ে পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷
ম্যাচ চলাকালীন এবং শেষে যা হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশও করেছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ৷ সাংবাদিক সম্মেলনে এসে আকবর বলেন, ‘‘ আমাদের কয়েকজন ক্রিকেটার আবেগপ্রবণ হয়ে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল ৷ খেলার পর যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই ৷’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: IND vs BAN, India Vs Bangladesh, U19 WC, U19 World Cup 2020