U19 WC: ‘ছেলেরা আবেগপ্রবণ হয়েই হাতাহাতিতে জড়িয়েছিল...’ ম্যাচ শেষে দুঃখপ্রকাশ বাংলাদেশ অধিনায়কের

Last Updated:

খেলার পর যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ ম্যাচ শেষে জানালেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷

#পোচেফেস্ট্রুম: খেলায় হার-জিত তো থাকেই ৷ কিন্তু যে কোনও খেলা শেষেই যদি দু’দলের খেলোয়াড়রা পরস্পরের সঙ্গে হাত মেলানোর বদলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে তা দেখতে কারোরই ভাল লাগবে না ৷
রবিবার ফাইনালে দুরন্ত বোলিং করে নজর কাড়েন বাংলাদেশের শরিফুল ইসলাম ৷ বাঁ হাতি এই পেসার অবশ্য শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের গালিগালাজ করতে থাকেন ৷ প্রায় প্রতিটি ডেলিভারির পরেই ব্যাটসম্যানের দিকে তেড়ে গিয়ে কিছু বলছিলেন ৷
advertisement
advertisement
এমনকী, এক ভারতীয় ব্যাটসম্যানের মুখে একবার বলও ছুঁড়ে মারেন তিনি ৷ খেলা যতো গড়িয়েছে, এমন দৃশ্য বারবার দেখা গিয়েছে মাঠে ৷ তাই ফল যা হওয়ার তাই হয়েছে ৷ ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটাররাই উত্তেজিত হয়ে পরস্পরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷
advertisement
ম্যাচ চলাকালীন এবং শেষে যা হয়েছে, তার জন্য দুঃখপ্রকাশও করেছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি ৷ সাংবাদিক সম্মেলনে এসে আকবর বলেন, ‘‘ আমাদের কয়েকজন ক্রিকেটার আবেগপ্রবণ হয়ে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল ৷ খেলার পর যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমি ভারতকে অভিনন্দন জানাতে চাই ৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
U19 WC: ‘ছেলেরা আবেগপ্রবণ হয়েই হাতাহাতিতে জড়িয়েছিল...’ ম্যাচ শেষে দুঃখপ্রকাশ বাংলাদেশ অধিনায়কের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement