ICC -র মেগা সিদ্ধান্ত বদলে গেল সামনের বছরের ‘এই’ বিশ্বকাপের ভেন্যু, শ্রীলঙ্কা নয় এবার খেলা দক্ষিণ আফ্রিকায়

Last Updated:

এসএলসি অশান্তির জেরে আইসিসি তাদের সাসপেন্ড করেছে৷ তারপরেই নেওয়া হল এই মেগা সিদ্ধান্ত৷

আইসিসি-র বড় সিদ্ধান্ত
আইসিসি-র বড় সিদ্ধান্ত
আহমেদাবাদ: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি মঙ্গলবার সামনের বছর হতে চলা অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ নিয়ে বড় ঘোষণা করল৷  আগে ভ্যেনু শ্রীলঙ্কা থাকলেও তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল৷ খেলা এখন হবে  দক্ষিণ আফ্রিকায় ৷ শ্রীলঙ্কা ক্রিকেটে শুরু প্রশাসনিক অস্থিরতার জেরেই আইসিসি-র এত বড় সিদ্ধান্ত৷ এসএলসি অশান্তির জেরে আইসিসি তাদের সাসপেন্ড করেছে৷ তারপরেই নেওয়া হল এই মেগা সিদ্ধান্ত৷
আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসার কথা  ছিল। শ্রীলঙ্কায় এই নিয়ে তিনবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসত৷ নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে তিনবার প্রতিযোগিতার আয়োজক হত তারা। এর আগে ২০০০ এবং ২০০৬ সালে  অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করেছিল। আসন্ন সংস্করণে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে৷
advertisement
advertisement
শ্রীলঙ্কা ক্রিকেটে অস্থিরতার পর, ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক সংস্থা  অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের পরবর্তী সংস্করণ দক্ষিণ আফ্রিকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে৷ একটি সর্বভারতীয় সংস্থায় প্রকাশিত খবর অনুসারে সূত্রের খবর আহমেদাবাদের বৈঠকে আইসিসি বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
আইসিসি দীর্ঘ আলোচনার পর এসএলসিকে  সাসপেন্ড করে রাখার  সিদ্ধান্ত বহাল রেখেছে। আইসিসি জানিয়েছে সাসপেনশন তোলা হবে না, তবে  দ্বীপ রাষ্ট্রের ক্রিকেট দল ক্রিকেট খেলতে পারবে৷
১০ নভেম্বর, গেমের গভর্নিং বডি সরকারি হস্তক্ষেপের জন্য অবিলম্বে এসএলসিকে সাসপেন্ড  করে। একটি বিবৃতিতে, আইসিসি বলেছে যে “এসএলসি সদস্য হিসাবে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে, বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে এবং সরকারি হস্তক্ষেপ ছাড়াই এর বিষয়গুলি পরিচালনা করা উচিত।”
advertisement
বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের সার্বিক ব্যর্থতার পরেই  শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহেপুরো এসএলসি বোর্ডকে বরখাস্ত করেছিলেন। এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা দশ দলের টুর্নামেন্টে নবম স্থানে থেকে শেষ করেছে, এবং তাদের পরে রয়েছে শুধু নেদারল্যান্ডস৷  এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যোগ্যতা অর্জনও তারা করতে পারেনি৷
রানাসিংহে বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে এসএলসি-র অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবেও নিযুক্ত করেছেন।  শ্রীলঙ্কার অ্যাপিল আদালত রানাসিংহের সিদ্ধান্তের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে এবং রাষ্ট্রপতি শাম্মি সিলভা দ্বারা পরিচালিত এসএলসি শাসন পুনঃস্থাপন করেছে। এরপরে, শ্রীলঙ্কার সংসদ ক্রিকেট বোর্ডের অপসারণের জন্য একটি প্রস্তাব পাস করে- এরপরেই আইসিসি এসএলসিকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC -র মেগা সিদ্ধান্ত বদলে গেল সামনের বছরের ‘এই’ বিশ্বকাপের ভেন্যু, শ্রীলঙ্কা নয় এবার খেলা দক্ষিণ আফ্রিকায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement