ফের একসঙ্গে কপিল দেব ও এমএস ধোনি, তবে এবার অন্য় মাঠে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kapil Dev and MS Dhoni: হরিয়ানার গুরুগ্রামে এই আমন্ত্রণমূলক গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন ১৯৮৩ এদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি।
#হরিয়ানা: কিছু দিন আগেই ইউএস ওপেনের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও এমএস ধোনিকে। টেনিস দেখতে মেতেছিলেন দুই ক্রিকেট কিংবদন্তী। এবার ফের একবার একই মঞ্চে দেখা গেল কপিল দেব ও এমএস ধোনিকে। তবে এবার দর্শক নয়, প্লেয়ারের ভূমিকায়। একটি আমন্ত্রণমূলক গ্লফ প্রতিযোগিতায় একসঙ্গে দেখা গেল বিশ্বকাপ জয়ী দুই অধিনায়ককে। যেই ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন কপিল দেব। যেখানে দুই প্রাক্তন তারকাকেই খোশ মেজাজে পাওয়া গিয়েছে।
Exclusive glimpse of Mahi playing golf ! 😍💥@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/R6vUuUIvPN
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) September 30, 2022
advertisement
হরিয়ানার গুরুগ্রামে এই আমন্ত্রণমূলক গলফ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নিয়েছিলেন ১৯৮৩ এদিনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও ২০০৭ টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি। ধোনির সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কপিল লিখেছেন, 'ক্রিকেটারেরা যখন গলফারে পরিণত হয়ে যায়।' ধোনির সঙ্গে গল্ফ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে যে খুশি কপিল, তা কিংবদন্তী ক্রিকেটারের শেয়ার করা ছবির অভিব্য়ক্তি থেকেই প্রমাণিত।
advertisement
এছাড়াও এই গল্ফ প্রতিয়েোগিতায় ধোনির গল্ফ খেলার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে ব্য়াটিংয়ের মতই গল্ফ খেলাতেও কতটা পটু এমএস ধোনি। ভিডিওতে দেখা গিয়েছে গ্লফের বল বসিয়ে একেবারের প্রফেশনাল গল্ফারদের মতন সজোরে শট নিলেন এমএস ধোনি। যেই বল কোথায় গিয়ে পড়ল তা অবশ্য় দেখা যায়নি। ধোনিকে গ্লফের আউট ফিটে যথেষ্ট স্মার্ট ও হ্য়ান্ডসামও দেখিয়েছে।
advertisement
ধোনি ও কপিলের এই ছবি ও ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পডতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা সকলেই পছন্দ করেছেন কপিল-ধোনির য়ুগলবন্দি। একইসঙ্গে ধোনির বড় বড় ছক্কার মতই গল্ফের শটে মজেছেন নেটিজেনরা। ক্রিকেটর বাইরে সময় পেলেই গল্ফ খেলেন কপিল ও ধোনি। বিশেষ করে কপিল দেব প্রফেশনালি গল্ফও খেলেছেন। ধোনি ও কপিলর এই ছবিতে মন্তব্য় করেছেন বলিউড রণবীর সিংও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 8:59 PM IST