ফের বিশ্বকাপ ফাইনালে দুই 'বিতর্কিত' আম্পায়ার! আতঙ্কে ক্রিকেটপ্রেমীরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2022 Final: বিশ্বকাপ ফাইনালে ভুলভাল সিদ্ধান্তের ভয়ে কাঁটা ক্রিকেটপ্রেমীরা।
#মেলবোর্ন: রাত পোহালেই টি-২০ বিশ্বকাপ ফাইনাল। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলবে ইংল্যান্ড-পাকিস্তান। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য ইতিমধ্যে আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি।
বিশ্বকাপ ফাইনালের দুই অনফিল্ড আম্পায়ারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ ওই দুই আম্পায়ারের একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত এর আগে দিতে হয়েছে একাধিক দলকে। তার পরও দুই বিতর্কিত আম্পায়ারকে বিশ্বকাপ ফাইনালের মতো ইভেন্টে বেছে নিল আইসিসি! প্রশ্ন তুললেন অনেকে।
আরও পড়ুন- বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশিবার অংশ নিয়েছ কোন দেশ, রইল প্রথম পাঁচের তালিকা
রবিবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস। এরাসমাস চলতি টি২০ বিশ্বকাপেই বাংলাদেশ-ভারত ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হয়েছিলেন।
advertisement
advertisement
বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে ফেক ফিল্ডিং করেছিলেন। এমনই একটি দাবি তোলে বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট মহলের দাবি, এরাসমাস কোহলির সেই ফেক ফিল্ডিং দেখেও না দেখার ভান করেছিলেন।
কুমার ধর্মসেনা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রে ছিলেন। সেবার ১৪ জুলাই লর্ডসে নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালের শেষ ওভারে ওভার থ্রো থেকে ৬ রান হয়েছিল। তা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল।
advertisement
ধর্মসেনার সেই কাণ্ড নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়েছিল বিশ্বজুড়ে। খোদ আম্পায়ার সাইমন টাফেল পর্যন্ত ধর্মসেনার সিদ্ধান্তকে ‘ভুল’ বলে ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন- নতুন নিয়ম টি-২০ বিশ্বকাপ ফাইনালে, তারপরও চিন্তায় পাকিস্তান ও ইংল্যান্ড
সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ওই বিষয়ে টুইট করেছিলেন। তিন বছর পর আবার এক বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে ধর্মসেনাকে। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। এ ছাড়া নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি টিভি আম্পায়ার এবং অস্ট্রেলিয়ার পল রেইফেল রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 4:04 PM IST