#ম্যাঞ্চেস্টার: রবীন্দ্র জাদেজা এবং সঞ্জয় মঞ্জরেকরের মধ্যে ট্যুইট যুদ্ধের ঘটনা সকলেরই জানা ৷ তাতে যোগ দিয়েছিলেন মাইকেল ভনও ৷ এর জন্য রেগে গিয়ে ভনকে ব্লকও করে দেন মঞ্জরেকর ৷ মঙ্গলবার একার হাতে জাদেজা প্রায় জিতিয়েই দিচ্ছিলেন টিম ইন্ডিয়াকে ৷ ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং এবং বল হাতেও দুরন্ত ছিলেন জাদেজা ৷
"By bits 'n' pieces of sheer brilliance, he's ripped me apart on all fronts."@sanjaymanjrekar has something to say to @imjadeja after the all-rounder's fantastic performance against New Zealand.#INDvNZ | #CWC19 pic.twitter.com/i96h5bJWpE
— ICC (@ICC) July 10, 2019
হাফ-সেঞ্চুরি করার পর মঙ্গলবার কমেন্ট্রি বক্সের উদ্দেশে তলোয়ারের কায়দায় ব্যাট ঘোরাতে থাকেন জাদেজা ৷ সেই দৃশ্য দেখে মঞ্জরেকর মজা করেই বলেন, ‘‘ ভেরি সরি, আমি ওখানে ছিলাম না ৷ আমার মনে হয় জাদেজা আমাকেই খুঁজছিল ৷ ’’ তবে জাদেজার খেলার ভূয়সী প্রশংসাও করেছেন মঞ্জরেকর ৷