IPL 2025: কলকাতায় আইপিএলের মঞ্চে শ্রেয়ার গলায় শোনা গেল না বাংলা গান! আক্ষেপ অভিনেতা চিরঞ্জিতের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
IPL 2025: শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া ঘোষাল। নানা ধরনের গান গাইলেও শ্রেয়া এক লাইনও বাংলা গান গাননি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়া ঘোষাল। নানা ধরনের গান গাইলেও শ্রেয়া এক লাইনও বাংলা গান গাননি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
এত বড় মঞ্চে বাংলা গান না গাওয়া তিনি বলেন, “শ্রেয়া বাঙালি শিল্পী। কলকাতায় যেখানে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গাইছেন, সেখানে সব গানের মাঝে শ্রেয়া দুলাইন হলেও বাংলা গান গাইতে পারতেন। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান তাহলে কী করে চলবে”!
advertisement
advertisement
আইপিএলের মতো গ্ল্যামারাস অনুষ্ঠানে বাংলা গান না গাওয়ায় প্রশ্ন উঠেছিল সমাজমাধ্যমে, এবার টলিউডের বিশিষ্ট অভিনেতাও সেই প্রশ্ন তুললেন। বাংলার মঞ্চে বাংলাকে ব্রাত্য করা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 23, 2025 9:53 PM IST