Indian Air Force: ভারতের মাটিতেই তৈরি হল রাফালের থেকেও অত্যাধুনিক যুদ্ধবিমান, কাঁপবে চিন-পাকিস্তান, চিন্তায় রাশিয়াও

Last Updated:
Indian Air Force: দেশের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধিবমান তৈরি নিয়ে বহু বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে ভারত। এর আগেই ভারতে তৈরি হয়ে গেল অত্যাধুনিক তেজস মার্কওয়ান যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান যেমন চিন-পাকিস্তানের কাছে চিন্তার, তেমনই রাশিয়া, ফ্রান্সের মতো বন্ধু দেশের কাছেও দুশ্চিন্তার।
1/6
দেশের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধিবমান তৈরি নিয়ে বহু বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে ভারত। এর আগেই ভারতে তৈরি হয়ে গেল অত্যাধুনিক তেজস মার্কওয়ান যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান যেমন চিন-পাকিস্তানের কাছে চিন্তার, তেমনই রাশিয়া, ফ্রান্সের মতো বন্ধু দেশের কাছেও দুশ্চিন্তার।
দেশের মাটিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধিবমান তৈরি নিয়ে বহু বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছে ভারত। এর আগেই ভারতে তৈরি হয়ে গেল অত্যাধুনিক তেজস মার্কওয়ান যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান যেমন চিন-পাকিস্তানের কাছে চিন্তার, তেমনই রাশিয়া, ফ্রান্সের মতো বন্ধু দেশের কাছেও দুশ্চিন্তার।
advertisement
2/6
চার দশক আগে এই স্বপ্ন দেখেছিলেন ইন্দিরা গান্ধি, দেশের মাটিতেই তৈরি হবে লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (LCA)। আজ সেই স্বপ্ন পূর্ণ হল। সব বাধা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা পেতে চলেছে প্রথম দেশিয় প্রযুক্তিকে তৈরি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান।
চার দশক আগে এই স্বপ্ন দেখেছিলেন ইন্দিরা গান্ধি, দেশের মাটিতেই তৈরি হবে লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (LCA)। আজ সেই স্বপ্ন পূর্ণ হল। সব বাধা পেরিয়ে ভারতীয় বায়ুসেনা পেতে চলেছে প্রথম দেশিয় প্রযুক্তিকে তৈরি ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান।
advertisement
3/6
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিকের কারখানায় তৈরি হয়ে গিয়েছে তেজস এমকে1A। এপ্রিলের শেষের এই যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দিতে পারে হ্যাল।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিকের কারখানায় তৈরি হয়ে গিয়েছে তেজস এমকে1A। এপ্রিলের শেষের এই যুদ্ধবিমান বায়ুসেনার হাতে তুলে দিতে পারে হ্যাল।
advertisement
4/6
যুদ্ধবিমান কেনার জন্য আপাতত বায়ুসেনা ৮৩টি তেজস এমকে১এ অর্ডার করেছিল। বায়ুসেনা আগামী এক দশকের মধ্যে ৩৫০টি তেজস দিয়ে শক্তিশালী বাহিনী তৈরি করার পরিকল্পনা করেছে।
যুদ্ধবিমান কেনার জন্য আপাতত বায়ুসেনা ৮৩টি তেজস এমকে১এ অর্ডার করেছিল। বায়ুসেনা আগামী এক দশকের মধ্যে ৩৫০টি তেজস দিয়ে শক্তিশালী বাহিনী তৈরি করার পরিকল্পনা করেছে।
advertisement
5/6
তেজস মার্ক ওয়ান তৈরি করতে হ্যালকে কম বাধা বিপত্তি পেরোতে হয়নি। যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আমেরিকান সংস্থা জিই-র তরফে যুদ্ধবিমানের ইঞ্জিন জোগান দেওয়া।
তেজস মার্ক ওয়ান তৈরি করতে হ্যালকে কম বাধা বিপত্তি পেরোতে হয়নি। যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আমেরিকান সংস্থা জিই-র তরফে যুদ্ধবিমানের ইঞ্জিন জোগান দেওয়া।
advertisement
6/6
আগে বছরে ১৬টি করে তেজস এমকে1A জোগান দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। তবে বর্তমানে নাসিকে কারখানা তৈরি হওয়ার পরে এই সংখ্যা বাড়িয়ে ২৪ করার চেষ্টা চালানো হচ্ছে।
আগে বছরে ১৬টি করে তেজস এমকে1A জোগান দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। তবে বর্তমানে নাসিকে কারখানা তৈরি হওয়ার পরে এই সংখ্যা বাড়িয়ে ২৪ করার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
advertisement
advertisement