#নয়াদিল্লি:
যিনি রাঁধেন, তিনি আবার চুলও বাঁধেন। আবার যিনি জ্যাভেলিন ছোড়েন, তিনিই আবার দুর্দান্ত নাচেন! হ্যাঁ, নীরজ চোপড়া কিন্তু পেশাদার ডান্সারদের মতো নাচতে পারেন। টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) সোনা জয়ী নীরজ চোপড়াকে নিয়ে এখন মেতে গোটা দেশ। রোজও তাঁকে ঘিরে হাজারো খবর। আর তাই সম্প্রতি নীরজ চোপড়ার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি পুরনো। তবে নীরজ টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।Neeraj Chopra can shake a leg too besides throwing Javelin to #Olympics #Gold limits #NeerajChopra #goldmedal #NeerajGoldChopra pic.twitter.com/7ii3oqAUiQ
— Rosy (@rose_k01) August 7, 2021
Desi Chora Neeraj Chopra Old Interview pic.twitter.com/1g3wayNoJz
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) August 9, 2021
সেই পুরনো ভিডিওতে নীরজ চোপড়াকে (Neeraj Chopra) দারুন নাচতে দেখা যাচ্ছে। কারও বিয়েতে নাচছিলেন নীরজ। মন খুলে নাচছিলেন তিনি। সাদা জামা ও কালো জিনস পরে পাঞ্জাবি গানে নাচছিলেন তিনি। টুইটারে সবার প্রথমে একজন ইউজার সেই ভিডিও শেয়ার করেছিলেন। তার পর সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অনেকে তো দাবি করেছেন, নীরজ একেবারে বলিউড তারকাদের মতো নাচতে পারেন। আর তাঁর লুকস কোনও বলিউড তারকার থেকে কম কিছু নয় বলেও দাবি করেছেন কেউ কেউ। একেবারে দেশি স্টাইলে নাচছিলেন নীরজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dance video, Neeraj Chopra, Viral Dance