Titas Sadhu| Hooghly News|| একটুও বদলাইনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী, মাস্টারদার দোকানের বিস্কুট নিয়ে পাড়ার মাঠে তিতাস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Titas Sadhu: তিতাস মাস্টারদার দোকান থেকে বয়েম খুলে নিজের পছন্দের বেকারি বিস্কুট তুলে খেতে খেতে ঢুকলেন মাঠে।
হুগলি: বিশ্বকাপ জিতে ঘরের মেয়ে ফিরেছে ঘরে। অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন তিতাস সাধু হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তার বোলিংয়ের স্পেলে কুপোকাত হয়েছে ব্রিটিশ টিম। তবে বিশ্বকাপ জিতে ঘরে ফিরে ঘরের মেয়ে যে একটুও বদলায়নি তাই যেন দেখতে পাওয়া গেল। বাড়ির বাইরে তখন মিডিয়ার ভিড়। তিতাসের মিটিং চলছে ক্রিকেট বোর্ডের সঙ্গে। অন্যদিকে তার নিজের ক্লাবের বন্ধু বান্ধব ও খুদেরা মাঠে অপেক্ষা করছে তিতাসের আসার।
প্রতিদিনের অভ্যাস মাফিক মাঠে আসার পথে পরে মাস্টারদার দোকান। ছোট থেকে তিতাসের অভ্যাস মাস্টারদার দোকান থেকে প্র্যাকটিসে আসা যাওয়ার সময় খিদে পেলে কিছু খাওয়া। সেই মতো এই দিনও তিতাস মাস্টারদার দোকান থেকে কৌটো খুলে নিজের পছন্দের বেকারি বিস্কুট তুলে খেতে খেতে ঢুকলেন মাঠে।
আরও পড়ুনঃ রাতারাতি তারকা তিতাস! বিশ্বকাপ জয়ী দিদিই এখন আইকন খুদে ক্রিকেট শিক্ষার্থীদের
দোকান মালিক মাস্টারদা বলেন, ছোট থেকেই চুঁচুড়ার মাঠে যখনই খেলা প্র্যাকটিস করতে আসে তিতাস, তখন থেকেই তার অভ্যাস দোকান থেকে কেক, বিস্কুট খাওয়ার। লম্বু তার বরাবরেই প্রিয়। মাস্টার দা বলেন, খুব ভাল লাগছে একইসঙ্গে খুব গর্বিত আমরা আজ তিতাসের জন্য। আগামীতে ও আরও যাতে উন্নতি করে সেই কামনাই করি।
advertisement
advertisement
তিতাস আজ শুধু লম্বু খেতে খেতে মাঠে ঢুকেছে না এমনটাই নয়। লম্বু খাওয়ার পাশাপাশি খাইয়েছে বন্ধুদের। পাড়ার বন্ধু থেকে মাঠের বন্ধুরা, পরিবার-পরিজন থেকে স্থানীয় বাসিন্দারা সকলের মুখে একটাই কথা। গোটা শহর যার পোস্টারে ঢেকে গিয়েছে, প্রত্যেকের মুখে মুখে এখন যার নাম ঘুরে বেড়াচ্ছে সেই মেয়ে বিশ্বকাপ জিতে এসেও একটুও বদলাইনি। তাদের ঘরের মেয়ে রয়েছে আগের মতোই।
advertisement
রাহী হালদার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 4:54 PM IST