বল বিকৃতি কাণ্ডের পর নতুন অধিনায়ক বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া
Last Updated:
#মেলবোর্ন: বল বিকৃতি কাণ্ডের পর নির্বাসিত হয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৷ এবার নিজেদের নতুন অধিনায়ক বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷
একদিন ও টি-টোয়েন্টি ম্যাচের দুটি দলের জন্য দু‘জন আলাদা অধিনায়ক বেছে নিয়েছে ৷ টিম পেইন একদিনের দলের অধিনায়কত্ব সামলাবেন, অন্যদিকে অ্যারন ফিঞ্চ হচ্ছেন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ৷ তবে এঁদের ওপর কার্যনির্বাহী পদে নিয়োগ হয়েছে ৷ দীর্ঘকালীন পর্যায়ে কে অধিনায়ক হবে তা নিয়ে স্থির সিদ্ধান্তে এখনও পৌঁছতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ৷
advertisement
স্যান্ডপেপারগেটে-র পর অস্ট্রেলিয়া ক্রিকেট সফর ফের শুরু করতে চলেছে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ ৫ টি একদিনের ম্যাচ ও ১ টি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে এই সিরিজে ৷
advertisement
এদিকে এই দল থেকে বাদ পড়েছেন ক্রিস লিন, ক্যামেরন হোয়াইট, উসমান খোয়াজা এবং অ্যাডাম জাম্পা ৷ অন্যদিকে দলে ডাক পেয়েছেন শন মার্শ, অ্যালেক্স কারে, ন্যাথান লিঁয়রা ৷
Location :
First Published :
May 08, 2018 12:58 PM IST