আইপিএলে (IPL 14) এই প্রথমবার সিঙ্গাপুরের ক্রিকেটার। তাঁর নাম টিম ডেভিড। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন ডেভিড। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হবে আইপিলের দ্বিতীয় পর্ব। সেখানেই সিঙ্গাপুরের অস্ট্রেলীয় বংশোদ্ভূত ডেভিডকে দেখা যাবে। ৬ ফিট ৫ ইঞ্চির ডেভিড বিগ ব্যাশ, পিএসএলের মতো টি-২০ টুর্নামেন্টে খেলেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৮ প্লাস। ডেভিডের বাবা সিঙ্গাপুরের হয়ে ক্রিকেট খেলতেন। এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে মোট ৪৯টি ম্যাচ খেলে ফেলেছেন ডেভিড।