IND vs PAK: সামান্য ইলেকট্রিক মিস্ত্রির ছেলে! ধার করা কিট নিয়ে কেরিয়ার শুরু, সেই তিলকই এখন জাতীয় হিরো

Last Updated:

IND vs PAK Asia Cup 2025 Final: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা অনবদ্য ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। যা নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে বেছে নিয়েছেন।

News18
News18
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা অনবদ্য ইনিংস খেলে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন। যা নিজের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস বলে বেছে নিয়েছেন। শুরুতে ভারত কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও তিলকের দৃঢ়তায় দল ঘুড়ে দাঁড়ায় এবং পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে। ম্যাচের পরে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কার গ্রহণ করে তিলক জানান, এই ইনিংসটি তার জীবনের অন্যতম বিশেষ ইনিংস।
ম্যাচ শেষে তিলক বর্মা বলেন, “চাপ ছিল, ওরা ভালো বল করছিল। আমি ধৈর্য রেখে খেলতে চেয়েছিলাম।” তিনি আরও বলেন, “আমি গৌতি স্যারের সঙ্গে উইকেট ধীরগতির হলে কীভাবে খেলতে হয় তা নিয়ে অনেক আলোচনা করেছি এবং অনুশীলন করেছি।” পাশাপাশি তিলক দলের নমনীয়তা এবং যেকোনো ব্যাটিং পজিশনে খেলার প্রস্তুতির কথাও উল্লেখ করেন। এই ম্যাচে সঞ্জু স্যামসন ও শিবম দুবের অবদানকেও তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
advertisement
তিলক বর্মার জীবন সংগ্রামও কম অনুপ্রেরণাদায়ক নয়। হায়দরাবাদের একটি সাধারণ পরিবারে জন্ম, যেখানে তার বাবা ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি। সংসারের টানাপোড়েনের মাঝেও তার বাবা-মা তাকে ক্রিকেটের জন্য সাহস ও সমর্থন দিয়ে গেছেন। পরিবারের এই ত্যাগ এবং তিলকের পরিশ্রমই আজ তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
advertisement
তিলকের ক্রিকেট যাত্রা শুরু হয়েছিল ধার করা কিট পরে মাঠে নামার মধ্য দিয়ে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলে ২০২২ সালের আইপিএল মেগা অকশনে মুম্বই ইন্ডিয়ান্স তাকে ১ কোটি ৭০ লাখ টাকায় দলে নেয়। সেই থেকেই শুরু হয় তার উত্থানের আসল অধ্যায়।
advertisement
বর্তানে তিলক বর্মা শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারই নন, বরং হাজারো তরুণের অনুপ্রেরণা। তার সাফল্য প্রমাণ করে, সীমিত সুযোগ থেকেও যদি কেউ কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখা যায়, তাহলে নিজের স্বপ্নপূরণ ও আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন সম্ভব।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: সামান্য ইলেকট্রিক মিস্ত্রির ছেলে! ধার করা কিট নিয়ে কেরিয়ার শুরু, সেই তিলকই এখন জাতীয় হিরো
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement