Durand Cup: ডার্বি বাতিল হলেও ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতাতেই, বার্তা তিন প্রধানের

Last Updated:

এরপরে যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এরসঙ্গেই আরজি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সেই দাবিতেও একযোগে তিন প্রধান বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান।

সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতার বুকে আর্জি তিন প্রধানের
সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতার বুকে আর্জি তিন প্রধানের
কলকাতা: নিরাপত্তার স্বার্থে গত রবিবার ডার্বি বাতিল করে দিয়েছিল প্রশাসন। কলকাতা থেকে ডুরান্ড কাপ প্রতিযোগিতা গোটাটাই সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে। এরপরে যৌথভাবে কলকাতার প্রধান তিন দল আবেদন জানাল, ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল যেন কলকাতার বুকেই আয়োজিত হয়। এরসঙ্গেই আরজি করের তরুণী চিকিৎসক যেন সুবিচার পান, দোষীর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় সেই দাবিতেও একযোগে তিন প্রধান বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান। এখানেই উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদের আবহে নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে সেই কারণেই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে, রবিবার শামিল হন কলকাতার ফুটবলপ্রেমীরা।
গত রবিবার বহু প্রতীক্ষিত ডার্বিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদের গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা ছিল বাংলার ফুটবল ময়দানের দুই প্রধানের ইস্টবেঙ্গল-মোহনবাগানের। এর মধ্যেই আচমকা ‘বড় ম্যাচ’ বাতিল করে দেয় বিধাননগর কমিশনারেট। জানানো হয় পুলিশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই আশঙ্কায় তা বাতিল করা হল। এই প্রসঙ্গে রবিবারই, সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ” কিছু লোক গণ্ডগোল করতে পারে আমরা আগাম খবর পাই। উপস্থিত ৬০-৬২ হাজার দর্শককে নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”
advertisement
আরও পড়ুন: ইস্টবেঙ্গল গ্যালারিতে ন্যায়বিচারের দাবি, শামিল ফুটবলাররাও!ময়দানে চলছে প্রতিবাদ
কিন্তু, প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ডার্বি না হলেও শহরের রাজপথের দখল নেন ফুটবলপ্রেমীরা। সল্টলেক স্টেডিয়ামের সামনে মিশে যায় ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান মাঠের তিন প্রধানের স্বর। তিন সমর্থকদের হঠাতে লাঠিচার্জও করে পুলিশ। ডুরান্ড কাপ কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও অন্য শহরে গিয়েও আরজি কর নিয়ে পাশে থাকার বার্তা দিয়ে যান বাংলার ফুটবলাররা। এহেন পরিস্থিতিতে সেমিফাইনাল এবং ফাইনাল যাতে কলকাতার বুকে আয়োজিত হয় সেই আবেদন করেছে বাংলার তিন প্রধান ফুটবল দল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Durand Cup: ডার্বি বাতিল হলেও ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতাতেই, বার্তা তিন প্রধানের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement