RG Kar protest in East Bengal gallery: ইস্টবেঙ্গল গ্যালারিতে ন্যায়বিচারের দাবি, শামিল ফুটবলাররাও!ময়দানে চলছে প্রতিবাদ

Last Updated:

গত রবিবার ডার্বি বাতিলের পর বেনজির ভাবে জোট বেঁধেছিলেন কলকাতার তিন বড় দলের সমর্থক৷

এ দিনের ম্যাচে ২-০ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল৷ ম্যাচের ৭৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ সঞ্জীব ঘোষের প্রথম গোলের পরও আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি জানিয়ে বার্তা লেখা একটি জার্সি তুলে ধরেন লাল হলুদ ফুটবলাররা৷ এর আগে কলকাতা লিগের ম্যাচে একই ভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন মহমেডান ফুটবলাররাও৷ 
এ দিনের ম্যাচে ২-০ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল৷ ম্যাচের ৭৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ সঞ্জীব ঘোষের প্রথম গোলের পরও আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি জানিয়ে বার্তা লেখা একটি জার্সি তুলে ধরেন লাল হলুদ ফুটবলাররা৷ এর আগে কলকাতা লিগের ম্যাচে একই ভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন মহমেডান ফুটবলাররাও৷ 
কলকাতা: অশান্তি ছড়ানোর আশঙ্কায় গত রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ডার্বি বাতিল করেছিল পুলিশ৷ অভিযোগ উঠেছিল, বড়ম্যাচের গ্যালারিতেও আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠতে পারে বলেই ডার্বি বাতিল করা হয়েছিল৷ তবে ডার্বি বাতিল হলেও মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল গ্যালারিতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করে লেখা স্লোগান দেখা গেল৷
শুধু তাই নয়, গোলের পর আরজি কর কাণ্ডে ন্যায়বিচার চেয়ে বার্তা দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররাও৷
advertisement
এ দিন কলকাতা লিগে রেনবোর বিরুদ্ধে নিজেদের মাঠেই খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল৷ সেই খেলাতেই গ্যালারিতে লাল হলুদ পতাকার উপরে আরজি করের পাশে থাকার বার্তা লিখে এনেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা৷ ব্যানারে লেখা হয়, তোমার শহর আমার শহর পাশে আছি আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস। খেলার শেষে সমর্থকরা গ্যালারিতে স্লোগানও দেন।
advertisement
বড়ম্যাচ বাতিলের পর ইতিমধ্যেই ডুরান্ড কাপের খেলা কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ যদিও কলকাতা লিগের খেলা চলছে৷ এ দিনের ম্যাচে ২-০ গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল৷ ম্যাচের ৭৪ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷ সঞ্জীব ঘোষের প্রথম গোলের পরও আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবি জানিয়ে বার্তা লেখা একটি জার্সি তুলে ধরেন লাল হলুদ ফুটবলাররা৷ একটি অনুশীলন জার্সির মধ্যে লেখা ছিল “উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর”।  এর আগে কলকাতা লিগের ম্যাচে একই ভাবে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করেছিলেন মহমেডান ফুটবলাররাও৷
advertisement
গত রবিবার ডার্বি বাতিলের পর বেনজির ভাবে জোট বেঁধেছিলেন কলকাতার তিন বড় দলের সমর্থক৷ যুবভারতীর সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা৷ এ দিনই ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের কর্তারা একসঙ্গে সাংবাদিক বৈঠক করে ডুরান্ড কাপের সেমি ফাইনাল এবং ফাইনাল খেলাগুলি কলকাতায় করার আর্জি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RG Kar protest in East Bengal gallery: ইস্টবেঙ্গল গ্যালারিতে ন্যায়বিচারের দাবি, শামিল ফুটবলাররাও!ময়দানে চলছে প্রতিবাদ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement