ঘরে ফিরলেন আইস ফুটবলাররা, উৎসবে রেকিয়াভিক !

Last Updated:

আসছে বছর আবার হবে। এই স্লোগান তুলে ঘরে ফিরল আইসল্যান্ড। রেকিয়াভিকে হাজার দশেক জনতার সামনেই বীরের সম্মান পেলেন আইস ফুটবলাররা।

#রেকিয়াভিক: আসছে বছর আবার হবে। এই স্লোগান তুলে ঘরে ফিরল আইসল্যান্ড। রেকিয়াভিকে হাজার দশেক জনতার সামনেই বীরের সম্মান পেলেন আইস ফুটবলাররা। ফ্রান্সের কাছে ৫-২ গোলে হারলেও, দমতে চান না লেগারব্যাকের টিম।
ঠিক যেন দশমীর কলকাতা। বিসর্জনের দিন বিকেলের পর থেকে উত্তর কলকাতা যে ভাবে সেজে ওঠে, ঠিক তেমনই ছবি। ভাসান দেখার জন্য বিডন স্ট্রিটের ফুটপাতে ভিড় করেন সাধারণ মানুষ। কিন্তু এ তো ভাসান নয়। বরং আগমন। তাই আবহাওয়া ছিল বীরের মতোই।
অভিষেকেই ইউরো খেলতে নেমে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে সাড়ে তিন লক্ষ মানুষের দেশ আইসল্যান্ড। শাহরুখ খানের গেরুয়া, প্রসেনজিতের হনুমান ডট কমের মধ্যে লুকিয়ে ছিল এই দেশের প্রকৃতি। কিন্তু ফুটবল। সেটা দেখা গেল প্যারিসে। যাওয়ার আগে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, তুরস্ক, আর চেক প্রজাতন্ত্রকে মুড়িয়ে দিয়েছিল আইসল্যান্ড । আর মূলপর্বে সবচেয়ে বড় চমক ইংরেজকে ছিটকে দেওয়া। তাঁদের হাতে এক সপ্তাহের মধ্যে দু’বার ব্রেক্সিট দেখছে ইউরোপ।
advertisement
advertisement
মাঠ নেই, ময়দান নেই, পরিকাঠামো নেই, তাতেও কোনও খেদ নেই রেকিয়াভিকের। আছে প্রকৃতি, আছে ইচ্ছা শক্তি ৷ এ তো ভাসান নয়, সত্যিই নতুন কিছুর আগমন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ঘরে ফিরলেন আইস ফুটবলাররা, উৎসবে রেকিয়াভিক !
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement