Thomas Cup Final: শুধু ট্যুইটেই ক্ষান্ত হলেন না, ভারতীয় শাটলারদের ফোন নরেন্দ্র মোদির, তারপর...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রায় দশ মিনিটের মতো ভারতীয় শাটলারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#ব্যাঙ্কক: কিদম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা দেখিয়ে দিলেন ব্যাডমিন্টনে তাঁরাও বিশ্বশাসন করতে পারেন। থমাস কাপ জেতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনুরাগ কাশ্যপ, কিরন রিজিজু, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, সাইনা নেহওয়াল প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের সোনা জয়ী ছেলেদের।
টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার জিতল ভারত। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অভিনন্দন জানিয়েছেন খেলোয়াড়দের। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ইতিহাস তৈরি করল ভারতীয় ব্যাডমিন্টন দল। ভারতের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। অভিনন্দন এবং শুভকামনা আমাদের দুর্দান্ত দলকে। এই জয় অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রীর ট্যুইটে অত্যন্ত খুশি হন লক্ষ্য সেন৷ তিনি প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান৷
advertisement
advertisement
এদিকে শুধু ট্যুইট নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় শাটলার দলকে ফোনও করেন৷ সূদূর ব্যাঙ্ককে টুর্নামেন্ট খেলতে যাওয়া ভারতীয় দলের সদস্যরা খোদ প্রধানমন্ত্রীর ফোন পেয়ে একেবারে অভিভূত৷
আরও পড়ুন - Purba Bardhaman News: বিশালাকায় দৈত্যের অত্যাচারে জেরবার, ষাঁড়কে জব্দ করতে নাস্তানাবুদ
ব্যাডমিন্টনের কার্যত বিশ্বকাপ ধরা হয় থমাস কাপকে৷ ৩-২ জেতার পর এমনিতেই দারুণ আনন্দিত ছিলেন লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তরা৷ সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন যেন বাড়তি বুস্টার ছিল৷
advertisement
শুনে নিন নরেন্দ্র মোদি ফোনে ভারতীয় সোনা জয়ী ছেলেদের ঠিক কী বলেছিলেন৷
A special interaction with our badminton 🏸 champions, who have won the Thomas Cup and made 135 crore Indians proud. pic.twitter.com/KdRYVscDAK
— Narendra Modi (@narendramodi) May 15, 2022
প্রায় দশ মিনিটের মতো ভারতীয় শাটলারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
ব্যাডমিন্টন দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগেও বিশ্ব পর্যায়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স করেছেন ব্যাডমিন্টন খেলোয়াড়রা। তবে থমাস কাপ জয় যেন সব সাফল্যকে ছাপিয়ে গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 8:04 PM IST