'আরসিবি দলটাকে বেচে দেওয়া হোক', ভরা আইপিএলে বিস্ফোরক দাবি মহাতারকার

Last Updated:

Mahesh Bhupathi comment on RCB In IPL 2024: এবার আইপিএলে আরসিবির একমাত্র জয় এসেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে হেরেছে ফাফ ডুপ্লেসির আরসিবি। পরিস্থিতি এখন যা তাতে আরসিবির আইপিএল থেকে ছিটক যাওয়ার সম্ভাবনা প্রবল।

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) পারফরম্যান্স এখনও পর্যন্ত হতাশাজনক। ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই পরাজয়ের মুখে পড়েছে আরসিবি।
দলের একমাত্র জয় এসেছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ২৫ রানে হেরেছে ফাফ ডুপ্লেসির আরসিবি। পরিস্থিতি এখন যা তাতে আরসিবির আইপিএল থেকে ছিটক যাওয়ার সম্ভাবনা প্রবল।
সানরাইজার্স তাদের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেটে ২৮ রান করে। এটি আইপিএলের ইতিহাসে যেকোনো দলের সবচেয়ে বড় স্কোর। নিজেদের রেকর্ড ভেঙেছে তারা। চলতি মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স ২৭৭ রান করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- তৃতীয় বিশ্বযুদ্ধ কবে? ৫০০ বছরের পুরনো ভবিষ্যদ্বাণী, সত্যি হলে দুনিয়া শেষ!
সানরাইজার্সের দেওয়া ২৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে আরসিবি দারুণ লড়াই করে। ২০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে তারা। দলের সম্মান বাঁচান দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৩ রানের ইনিংস খেলেন তিনি।
এই হারের পর আরসিবি পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে। তাদের ঝুলিতে আছে মাত্র ২ পয়েন্ট। ফলে আরসিবির জন্য আইপিএল প্লে অফে পৌঁছানো খুবই কঠিন।
advertisement
আরসিবি-র ক্রমাগত পরাজয়ের কারণে দারুণ ক্ষুব্ধ ভারতীয় টেনিস খেলোয়াড় মহেশ ভূপতি। তিনি বিসিসিআই-এর কাছে আরসিবি দলটাকে অন্য কোনও মালিকের কাছে বিক্রি করার দাবি জানিয়েছেন।
কিংবদন্তি টেনিস খেলোয়াড় বিশ্বাস করেন, নতুন মালিকের আগমনের পরেই ফ্র্যাঞ্চাইজিতে সবকিছু ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন- বাজারে কেন বেশিরভাগ ১০ টাকার নোট ছেঁড়া, নোংরা? জানা গেল ‘বড়’ কারণ
মহেশ ভূপতি এক্স-এ লিখেছেন, “খেলা, আইপিএল, ভক্ত এমনকী খেলোয়াড়দের স্বার্থে, আমি মনে করি বিসিসিআইয়ের আরসিবিকে বিক্রি করা উচিত। দলের একজন নতুন মালিক প্রয়োজন। নতুন মালিক দলকে আরও ভাল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলবে।”
advertisement
আরসিবির বোলার ছাড়াও এই মরসুমে দলকে হতাশ করেছেন ব্যাটসম্যানরাও। বিরাট কোহলি ও দীনেশ কার্তিক ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'আরসিবি দলটাকে বেচে দেওয়া হোক', ভরা আইপিএলে বিস্ফোরক দাবি মহাতারকার
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement