গলায়-গলায় বন্ধু! সেই বন্ধুর স্ত্রীর সঙ্গে লুকিয়ে প্রেম! ক্রিকেটারের পিঠে ছুরি মারে বন্ধুই

Last Updated:

Upul Thranga betrayed Tilakratne Dilshan: আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেট মাঠে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নতুন কিছু নয়। টিম ইন্ডিয়ার খেলোয়াড় দীনেশ কার্তিকের স্ত্রী নীকিতা একটা সময় মুরলি বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।

কলকাতা: মাঠে একসঙ্গে অনেক ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি। শ্রীলঙ্কার ওপেনিং জুটি উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। কিন্তু খুব কম মানুষই জানেন, উপুল থারাঙ্গা সতীর্থ দিলশানের সঙ্গে প্রতারণা করেছেন। মাঠে বিতর্ক থেকে দূরে থাকা থারাঙ্গার ব্যক্তিগত জীবন বিতর্কে ঘেরা।
উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান ছিলেন গলায়-গলায় বন্ধু। দিলশানের স্ত্রী নীলঙ্কা বিথানেগের প্রেমে পড়েছিলেন থারাঙ্গা। একটা সময় প্রিয় বন্ধুর সঙ্গে প্রতারনা করেন থারাঙ্গা।
শেষ পর্যন্ত নীলঙ্কাকে বিয়ে করেছিলেন থারাঙ্গা। তবে অনেকেই থারাঙ্গাকে আসলে দিলশান ও তাঁর স্ত্রীর মধ্যে বিবাদের কারণ হিসেবে বলেন। তাঁর জন্যই নাকি দিলশানের বিয়ে ভাঙে। থারাঙ্গার বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন দিলশানও।
advertisement
advertisement
আরও পড়ুন- KKR vs RR: রাজস্থান ম্যাচের আগে কেকেআরের বড় চিন্তা! কোন পথে হাঁটলেন গম্ভীররা?
দিলশান এবং তাঁর স্ত্রী নীলাঙ্কা বিথানেজের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ ছিল। তাঁরা দুজনেই কিছু সময়ের জন্য আলাদা থাকতে শুরু করেন। সেই সময়েই উপুল থারাঙ্গা এবং দিলশানের স্ত্রী ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
থারাঙ্গা প্রায়ই তাঁর বন্ধু দিলশানের বাড়িতে যেতেন। বন্ধুর স্ত্রীর সাথে দেখা করতেন নিয়মিত। দিলশান যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি স্ত্রীকে বিববাহবিচ্ছেদের জন্য চাপ দেন।
advertisement
নীলাঙ্কা ও দিলশানের একটি ছেলেও রয়েছে। দিলশানের ছেলে এখন থারাঙ্গা ও তাঁর স্ত্রীর সঙ্গে থাকে। বিবাহবিচ্ছেদের পর দিলশান তাঁর বন্ধু মঞ্জুলাকে ২০০৮ সালে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে।
স্ত্রী ও ছেলের সঙ্গে দিলশান। স্ত্রী ও ছেলের সঙ্গে দিলশান।
আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ওপেনিংয়ে বড় চমক!রোহিতের পার্টনার কে?জানুন বিস্তারিত
আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেট মাঠে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নতুন কিছু নয়। টিম ইন্ডিয়ার খেলোয়াড় দীনেশ কার্তিকের স্ত্রী নীকিতা একটা সময় মুরলি বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গলায়-গলায় বন্ধু! সেই বন্ধুর স্ত্রীর সঙ্গে লুকিয়ে প্রেম! ক্রিকেটারের পিঠে ছুরি মারে বন্ধুই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement