Ms Dhoni : ধোনি থাকেন না, সেই বাড়িতে এখনও ধোনির চিঠি আসে! মেকন কলোনিতে ছড়িয়ে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের স্মৃতি
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
MS Dhoni : মেকন শ্যামলী কলোনি। বাড়ির ঠিকানা E25। বর্তমানে যিনি থাকেন তিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী রঞ্জিভ কুমার। তবে এক যুগ আগে এই বাড়ির বাসিন্দা ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
রাঁচি : মেকন শ্যামলী কলোনি। বাড়ির ঠিকানা E25। বর্তমানে যিনি থাকেন তিনি কেন্দ্রীয় সরকারের কর্মচারী রঞ্জিভ কুমার। তবে এক যুগ আগে এই বাড়ির বাসিন্দা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই আজও ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের নামে এই বাড়িতে মাঝেমধ্যেই চিঠি আসে। আর সেই চিঠি সযত্নে ধোনির কাছে পৌঁছে দেন বাড়ির বর্তমান আধিকারিক।
ধোনির বাবা পান সিং এই মেকন কলোনিতে থাকতেন। পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন। কলোনির বিভিন্ন ব্লকে থাকতেন ধোনির পরিবারের লোকজন। তবে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর ধোনিকে নতুন একটি কোয়ার্টার দেওয়া হয়। ঠিকানা- E25। ২০০৭ সালে একদিনের বিশ্বকাপের ব্যর্থতার পর এই বাড়িতেই ছিলেন ধোনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরও রাঁচিতে আসলে এখানেই থাকতেন। একদিনের বিশ্বকাপ জয়ের সময়ও এই ঠিকানা ছিল। এমনকী ২০০৭ বিশ্বকাপে যখন ব্যর্থ হন তখন এই বাড়ির সামনে বিক্ষোভ হয়েছিল। যদিও পরবর্তী সময় এই বাড়ি থেকে ঝাড়খন্ড সরকারের দেওয়া নতুন ঠিকানায় চলে যান মহেন্দ্র সিং ধোনি। তবে এই বাড়িতে অনেক স্মৃতি রয়েছে।
advertisement
advertisement
বাড়ির বর্তমান মালিক জানান, এখন না আসলেও অতীতে এই বাড়িতে বা এই পাড়াতে আসতেন ধোনি। ভোটের সময় এখনও আসেন স্থানীয় স্কুলে ভোট দিতে। ধোনির বায়োপিক তৈরি হওয়ার সময় এই বাড়িতেই সুশান্ত সিং রাজপুত প্রায় চার-পাঁচ ঘন্টা সময় কাটিয়েছিলেন। কথা বলেছিলেন বাড়ির মালিকের সঙ্গে।

advertisement
ধোনির পুরনে বাড়ি।
আরও পড়ুন- ক্রিকেট মাঠে তারকাদের মেলা! রাজনন্দিনী কাপের মঞ্চে ফসিলস-মল্লিকদের পর আসছেন বীরেন্দ্র সেহবাগ
এখানেই শুটিং হয়েছিল। সিনেমায় দেখানো যে গ্যারেজ সেটাও এই বাড়ির পাশে। যেখানে নিজের গাড়ি নিয়ে ব্যস্ত থাকতেন মহেন্দ্র সিং ধোনি। সিনেমার সম্পূর্ণ শুটিং হয়েছিল এখানে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2025 5:40 PM IST








