East Bardhaman News: 'নজফগড়ের নবাব' বীরেন্দ্র সহবাগের অপেক্ষায় বর্ধমান! শুরু হল রাজনন্দিনী কাপ, তারকাদের মেলা মালির মাঠে

Last Updated:
East Bardhaman News: বর্ধমানের আসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সহবাগ। বীরেন্দ্র সেহবাগ ছাড়াও বর্ধমানে আসছেন একাধিক তারকা। কোথায় জানান? 
1/5
বর্ধমানের আসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ ছাড়াও বর্ধমানে আসছেন একাধিক তারকা। কোথায় জানান? বর্ধমানের শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ ২০২৫ । এই টুর্নামেন্টের ফাইনালের দিন উপস্থিত থাকবে তিনি।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বর্ধমানের আসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ‘নজফগড়ের নবাব’ বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ ছাড়াও বর্ধমানে আসছেন একাধিক তারকা। কোথায় জানান? বর্ধমানের শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট রাজনন্দিনী কাপ ২০২৫ । এই টুর্নামেন্টের ফাইনালের দিন উপস্থিত থাকবে তিনি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
খেলা চলবে ২৮ শে নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত। ২৭ এ নভেম্বর এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতান ফসিলস। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। ২৮ শে নভেম্বর আসবে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ২৯ শে নভেম্বর আসবেন যীশু সেনগুপ্ত ও ঈদিকা পল এবং ৩০ শে নভেম্বর উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
খেলা চলবে ২৮ শে নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত। ২৭ এ নভেম্বর এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতান ফসিলস। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। ২৮ শে নভেম্বর আসবে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ২৯ শে নভেম্বর আসবেন যীশু সেনগুপ্ত ও ঈদিকা পল এবং ৩০ শে নভেম্বর উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
advertisement
3/5
১৬ টি দলকে নিয়ে বর্ধমানের মালির মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দিন খেলবে আটটি দল তার মধ্য থেকে দুটি টিম যাবে সেমিফাইনালে ও দ্বিতীয় দিনে খেলবে আটটি টিম যার মধ্যে দুটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে। তৃতীয় দিনে অর্থাৎ ৩০ শে নভেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল যার মধ্যে থেকে দুটি দল পৌঁছাবে ফাইনালে। এই ক্রিকেট টুর্নামেন্ট জয়ী ও বিজিত দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। জয়ী দল পাবে ১৩ লক্ষ টাকা পুরস্কার ও বিজিত দল ৭ লক্ষ টাকা পাবে।
১৬ টি দলকে নিয়ে বর্ধমানের মালির মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম দিন খেলবে আটটি দল তার মধ্য থেকে দুটি টিম যাবে সেমিফাইনালে ও দ্বিতীয় দিনে খেলবে আটটি টিম যার মধ্যে দুটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে। তৃতীয় দিনে অর্থাৎ ৩০ শে নভেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল যার মধ্যে থেকে দুটি দল পৌঁছাবে ফাইনালে। এই ক্রিকেট টুর্নামেন্ট জয়ী ও বিজিত দলের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। জয়ী দল পাবে ১৩ লক্ষ টাকা পুরস্কার ও বিজিত দল ৭ লক্ষ টাকা পাবে।
advertisement
4/5
ম্যান অফ দ্যা ম্যাচের জন্য থাকবে এলইডি টিভি। বেস্ট বোলার ও বেস্ট ব্যাটসম্যানের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এর আগেও অন্যান্য বছরে এই টুর্নামেন্টে এসেছেন ক্রিস গেল, ইরফান পাঠান সহ নানান তারকা। দর্শকদের ভিড় তিন দিন বেড়েই চলেছে তাই মহিলাদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য থাকলে বিশেষ ব্যবস্থা।
খেলা চলবে ২৮ শে নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত। ২৭ এ নভেম্বর এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতান ফসিলস। যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। ২৮ শে নভেম্বর আসবে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিক। ২৯ শে নভেম্বর আসবেন যীশু সেনগুপ্ত ও ঈদিকা পল এবং ৩০ শে নভেম্বর উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ।
advertisement
5/5
বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে টিম অংশ গ্রহণ করবে এই টুর্নামেন্টে। এমনকি শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও বহু দল অংশগ্রহণ করবে এই খেলায় ।বিহার, ঝারখান্ড, হায়দারাবাদ, বোম্বে সহ নানান জায়গা থেকে আসবে টিম। ৮ ওভার করে হবে এক একটি খেলা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে টিম অংশ গ্রহণ করবে এই টুর্নামেন্টে। এমনকি শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও বহু দল অংশগ্রহণ করবে এই খেলায় ।বিহার, ঝারখান্ড, হায়দারাবাদ, বোম্বে সহ নানান জায়গা থেকে আসবে টিম। ৮ ওভার করে হবে এক একটি খেলা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement