ভারতের টি২০ বিশ্বকাপ দল 'এটাই'! বেছে দিলেন সৌরভের দলের কিংবদন্তি ক্রিকেটার

Last Updated:

Team India: মহম্মদ কাইফ আরও বলেছেন, আমি একাধিক অলরাউন্ডার রাখব। কারণ ব্যাটিংয়ে সাপোর্ট দরকার। তাই আমি বলব অক্ষর প্যাটেল ৭ নম্বরে এবং রবীন্দ্র জাদেজা ৮ নম্বরে রাখা উচিত। এর পর নয় নম্বরে থাকবেন কুলদীপ যাদব। এর পর থাকবেন দুই ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ-আমেরিকাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হবে এবার। জানা যাচ্ছে, এপ্রিলের শেষ নাগাদ ভারতীয় দল নির্বাচন করা হবে।
টিম ইন্ডিয়া ২০১৩ সালের পরে আইসিসি ট্রফি জেতেনি। অনেক ক্রিকেটার আইপিএলে আরও ভাল পারফরম্যান্স করে নিজেদের ছাপ রেখে যেতে চান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচন নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল নির্বাচন করেছেন।
মহাম্মদ কাইফ স্টার স্পোর্টস শো ‘ফলো দ্য ব্লুজ’-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ১৫ জন ক্রিকেটার বেছেছেন। উইকেটকিপার হিসেবে শুধুমাত্র ঋষভ পন্থকে জায়গা দিয়েছেন তিনি। সঞ্জু স্যামসন বা ইশান কিষাণকে জায়গা দেননি। চতুর্থ স্পিনার যুজবেন্দ্র চাহাল। রিঙ্কু সিংয়ের জায়গায় ফিনিশারের ভূমিকায় রিয়ান পরাগকে বেছে নিয়েছেন কাইফ।
advertisement
advertisement
আরও পড়ুন- KKR News: আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের তারকা ব্যাটার? জেনে নিন বিস্তারিত
কাইফ বলেছেন, “রোহিত শর্মার সঙ্গে ওপেন করবে যশস্বী জয়সওয়াল। এর পর তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি, ৪ নম্বরে সূর্যকুমার যাদব, ৫ নম্বরে হার্দিক পান্ডিয়া এবং ৬ নম্বরে থাকবেন ঋষভ পন্থ।
তিনি আরও বলেন, আমি একাধিক অলরাউন্ডার রাখব। কারণ ব্যাটিংয়ে সাপোর্ট দরকার। তাই আমি বলব অক্ষর প্যাটেল ৭ নম্বরে এবং রবীন্দ্র জাদেজা ৮ নম্বরে রাখা উচিত। এর পর নয় নম্বরে থাকবেন কুলদীপ যাদব। এর পর থাকবেন দুই ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।
advertisement
কাইফ জানিয়েছেন, কেন তিনি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞতার চেয়ে লেগ স্পিনার চাহালকে এগিয়ে রাখলেন! তিনি বলেছেন, “ছোট ফরম্যাটে চাহাল বরাবর ভয়ানক। ও উইকেট টেকার। অশ্বিনের থেকে ওকে এগিয়ে রাখার এটাই কারণ।”
আরও পড়ুন- KKR vs LSG: কেকেআরের কাছে বিরাট সুযোগ,পাকা হবে প্লে অফের টিকিট!জানুন বিস্তারিত
১৫ সদস্যের দলে শিবম দুবেকে রাখার প্রশ্নে কাইফ বলেছন, “শিবম দুবেদুর্দান্ত ফর্মে আছে। স্পিন ভাল খেলেন।” ছয় ওভারের পর খেলাটা খুব ভাল রান করান তিনি। রিয়ান পরাগের নাম নেব। ও এবার দলে থাকার যোগ্য। এছাড়াও আমি মহাম্মদ সিরাজের কথা বলব। ফর্মে নেই ও, তবে ওর অভিজ্ঞতা আছে।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মহম্মদ কাইফের ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, শিবম দুবে, রিয়ান পরাগ, মহাম্মদ সিরাজ।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতের টি২০ বিশ্বকাপ দল 'এটাই'! বেছে দিলেন সৌরভের দলের কিংবদন্তি ক্রিকেটার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement