IPL খেলা ক্রিকেটার এখন বাসচালক! ধোনির টিমে খেলেছেন! বিশ্বাস হবে না এই ঘটনা

Last Updated:

আইপিএল খেলেও তিনি কোটিপতি হতে পারেননি। ভাগ্যের পরিহাসে সেই ক্রিকেটার এখন বাসচালক। সূরয রণদীভ অস্ট্রেলিয়ায় বাস চালান তিনি।

News18
News18
নয়াদিল্লি: অনেকেই মজা করে বলেন, একটা আইপিএল খেলতে পারলেই আর চিন্তা নেই, কেরিয়ার গড়ে নেওয়া যাবে। তবে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। উদাহরণ, একজন ক্রিকেটার। আইপিএল খেলেও তিনি কোটিপতি হতে পারেননি। ভাগ্যের পরিহাসে সেই ক্রিকেটার এখন বাসচালক।
একটা সময় দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন। আইপিএলে তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এমন ক্রিকেটার এখন বাস চালক। সেই ক্রিকেটারের নাম সূরয রণদীভ। তিনি ছিলেন শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার।
আইপিএলে সিএসকে-র হয়ে মোট আটটি ম্যাচ খেলেছেন তিনি। খুব বেশিদিন আগের কথা নয়। ২০২১ আইপিএলেও তাঁকে দেখা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে রণদীভ ৩৬.৮ লক্ষ টাকা পেয়েছিলেন। ওদিকে, শ্রীলঙ্কার জার্সিতে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১২টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সূরয।
advertisement
advertisement
আরও পড়ুন- ISL ‘মুকুট’ মোহনবাগানের, ফুটবলে দেশের সেরা বাংলা, যুবভারতীতে ইতিহাস সবুজ-মেরুনের
২০১১ সালের বিশ্বকাপে দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে। ভারতীয় দল সেই বছর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। কপিল দেবের পর মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দেন। সেবার শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন রণদীভ।
আরও পড়ুন- রাস্তায়, মেট্রোয়, ফ্লাইওভারের গায়ে, ‘সব’ জায়গায় KKR! শহরজুড়ে নাইটদের নতুন চমক
রণদীভ মেলবোর্নের বাস চালান এখন। শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্তক জয়সিংঘেও অস্ট্রেলিয়ায় বাস চালান। এখন ট্রান্সডেভ কোম্পানিতে চাকরি করেন রণদীভ। এই কোম্পানিতে প্রায় ১২০০ বাসচালক কাজ করেন। ডান হাতি অফস্পিনার ছিলেন রণদীভ। তবে এখন তাঁর পরিচয় প্রাক্তন ক্রিকেটার, বাসচালক। ক্রিকেট খেলা ছাড়ার পরই তাঁর উপার্জন কমতে থাকে। তখন বাধ্য হয়ে এই পেশা বেছে নেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL খেলা ক্রিকেটার এখন বাসচালক! ধোনির টিমে খেলেছেন! বিশ্বাস হবে না এই ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement