IPL খেলা ক্রিকেটার এখন বাসচালক! ধোনির টিমে খেলেছেন! বিশ্বাস হবে না এই ঘটনা

Last Updated:

আইপিএল খেলেও তিনি কোটিপতি হতে পারেননি। ভাগ্যের পরিহাসে সেই ক্রিকেটার এখন বাসচালক। সূরয রণদীভ অস্ট্রেলিয়ায় বাস চালান তিনি।

News18
News18
নয়াদিল্লি: অনেকেই মজা করে বলেন, একটা আইপিএল খেলতে পারলেই আর চিন্তা নেই, কেরিয়ার গড়ে নেওয়া যাবে। তবে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। উদাহরণ, একজন ক্রিকেটার। আইপিএল খেলেও তিনি কোটিপতি হতে পারেননি। ভাগ্যের পরিহাসে সেই ক্রিকেটার এখন বাসচালক।
একটা সময় দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন। আইপিএলে তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এমন ক্রিকেটার এখন বাস চালক। সেই ক্রিকেটারের নাম সূরয রণদীভ। তিনি ছিলেন শ্রীলঙ্কার জাতীয় দলের ক্রিকেটার।
আইপিএলে সিএসকে-র হয়ে মোট আটটি ম্যাচ খেলেছেন তিনি। খুব বেশিদিন আগের কথা নয়। ২০২১ আইপিএলেও তাঁকে দেখা গিয়েছিল। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময়ে রণদীভ ৩৬.৮ লক্ষ টাকা পেয়েছিলেন। ওদিকে, শ্রীলঙ্কার জার্সিতে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তার মধ্যে ১২টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সূরয।
advertisement
advertisement
আরও পড়ুন- ISL ‘মুকুট’ মোহনবাগানের, ফুটবলে দেশের সেরা বাংলা, যুবভারতীতে ইতিহাস সবুজ-মেরুনের
২০১১ সালের বিশ্বকাপে দেখা গিয়েছিল এই ক্রিকেটারকে। ভারতীয় দল সেই বছর ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। কপিল দেবের পর মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে দেন। সেবার শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন রণদীভ।
আরও পড়ুন- রাস্তায়, মেট্রোয়, ফ্লাইওভারের গায়ে, ‘সব’ জায়গায় KKR! শহরজুড়ে নাইটদের নতুন চমক
রণদীভ মেলবোর্নের বাস চালান এখন। শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার চিন্তক জয়সিংঘেও অস্ট্রেলিয়ায় বাস চালান। এখন ট্রান্সডেভ কোম্পানিতে চাকরি করেন রণদীভ। এই কোম্পানিতে প্রায় ১২০০ বাসচালক কাজ করেন। ডান হাতি অফস্পিনার ছিলেন রণদীভ। তবে এখন তাঁর পরিচয় প্রাক্তন ক্রিকেটার, বাসচালক। ক্রিকেট খেলা ছাড়ার পরই তাঁর উপার্জন কমতে থাকে। তখন বাধ্য হয়ে এই পেশা বেছে নেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL খেলা ক্রিকেটার এখন বাসচালক! ধোনির টিমে খেলেছেন! বিশ্বাস হবে না এই ঘটনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement