পুষ্পা ২-তে অভিনয় করবেন 'এই' জনপ্রিয় ক্রিকেটার! সারা দুনিয়া চেনে, কে তিনি?

Last Updated:

Pushpa 2- বেশ কিছুদিন ধরে ডেভিড ওয়ার্নারের হেলিকপ্টার থেকে নামার একটি ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘুরছে। সেই ক্লিপ থেকেই শুরু হয়েছে গুঞ্জন। বলা হচ্ছে, সেটি আল্লু অর্জুনের পুষ্পা ২ সিনেমার একটি ক্যামিওর শুটিং।

কলকাতা: অনেকেই জানেন, ভারতীয় সিনেমার বড় ভক্ত ডেভিড ওয়ার্নার। বিশেষ করে দক্ষিণী সিনেমা ভালই ফলো করেন ডেভিড ওয়ার্নার। বিশেষত করোনার অবসর সময়ে তেলেগু সিনেমার বিভিন্ন জনপ্রিয় ক্লিপে নিজের মতো অভিনয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন তিনি। ভক্তরা যা নিয়ে খুঁনসুটি করতেন।
এর আগে আল্লু অর্জুন, রাশ্মিকা মান্ধানা ও ফাহাদ ফাসিল অভিনীত পুষ্পা সিরিজের প্রথম সিনেমার বেশ কয়েকটি মুহূর্তের পুনর্নির্মাণ করে সাড়া ফেলেছিলেন ওয়ার্নার। ওই সিনেমার বিখ্যাত একটি ডায়লগ- পুষ্পা ঝুকেগা নেহি শালা। আইপিএল ম্যাচ চলাকালীন বহুবার সেই অংশের নকল করেছেন ওয়ার্নার।
আরও পড়ুন- ৩৬ বছরেও কথা রাখেননি! সুনীল গাভাসকরের জমি পেলেন অজিঙ্কা রাহানে
আল্লু অর্জুনের সঙ্গে একবার শ্রীবল্লি গানেও নাচেন ওয়ার্নার। এর পর পুষ্পা সম্পর্কিত একটি বিজ্ঞাপনেও অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। এবার পুষ্পা সিরিজের দ্বিতীয় সিনেমায় তাঁর অভিনয় করার গুঞ্জন।
advertisement
advertisement
চলতি বছর ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘পুষ্পা: ২ দ্য রুল’। এই সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন সুকুমার। আগের বারের মতো এবারও এতে দেখা যাবে আল্লু অর্জুন, মান্ধানা, ফাহাদ ফাসিলদের। আর এতে ক্যামিও রোলে অভিনয় করার গুঞ্জন ওয়ার্নারের।
আরও পড়ুন- সিনেবাপ-এর আবার ‘টার্গেট’ সৌরভ! এবার আরও চাচাছোলা আক্রমণ, ভিডিও ঘিরে হইচই
বেশ কিছুদিন ধরে ডেভিড ওয়ার্নারের হেলিকপ্টার থেকে নামার একটি ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘুরছে। সেই ক্লিপ থেকেই শুরু হয়েছে গুঞ্জন। বলা হচ্ছে, সেটি আল্লু অর্জুনের পুষ্পা ২ সিনেমার একটি ক্যামিওর শুটিং। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, ওই সিনেমায় দেখা যাবে ওয়ার্নারকে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পুষ্পা ২-তে অভিনয় করবেন 'এই' জনপ্রিয় ক্রিকেটার! সারা দুনিয়া চেনে, কে তিনি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement