ভারতীয় ছেলেদের জার্সি কেটে বানানো হত মহিলা ক্রিকেটারদের জার্সি! বিস্ফোরক অভিযোগ বিনোদ রাইয়ের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indian women Cricket Team: ২০১৭ -মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের আগে মেয়েদের ব্রেকফাস্টে সিঙারা খেতে হয়েছিল...
#মুম্বই: ২০১৩ সালে বিসিসিআই (BCCI) স্পট ফিক্সিং এবং বেটিং স্ক্যান্ডালের জর্জরিত হয়েছিল৷ মারাত্মক সব সত্যি সামনে নিয়ে এলেন৷ বিস্ফোরক এই সত্যি সামনে নিয়ে এলেন বিসিসিআইয়ের প্রাক্তন কম্পট্রোলার এবং অডিটার জেনারেল অফ ইন্ডিয়া (CAG) বিনোদ রাই (Vinod Rai)৷ বিনোদ রাই সুপ্রিম কোর্টের দ্বারা নির্দেশিত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর (CoA)নিয়োগ করেছিল অল্প সময়ের জন্য৷
রাই সম্প্রতি একটি বই লঞ্চ করেছেন , বইটার নাম 'Not Just a Nightwatchman'- নট জাস্ট এ নাইট ওয়াচম্যান তাতে তাঁর সিওএ প্রধান হিসেবে স্বল্প সময়ের অভিজ্ঞতা লিখেছেন৷ তবে এইখানে বিস্ফোরক অভিজ্ঞতা লিখে ফেলেছেন৷ তাঁর আমলের একাধিক গোপন কথা তুলে ধরছেন৷ রাইকে নিয়ে আলোচনা তুমুল হয় যখন তিনি জানান যে বিরাট কোহলি অনিল কুম্বলেকে পছন্দ করছেন না৷ আর তার ফলস্বরূপ অনিল কুম্বলেকে সরিয়ে দেওয়া হয়৷
advertisement
নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটা তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপের সময়৷ ়যখন তিনি ভারতীয় ক্রিকেটকে নিয়ে কাজ করেছিলেন৷ বিনোদ রাই জানিয়েছেন তাঁর আক্ষেপ মহিলা ক্রিকেটকে সামন্য বেশি সময় দিতে পারতেন৷ তিনি জানিয়েছেন পুরুষ ক্রিকেটারদের জার্সি (men's team jersey) ফের সেলাই করে মহিলা ক্রিকেটারদের জার্সি (Women team jersey ) বানানো হত৷
advertisement
advertisement
আমি মনে করি না মহিলা ক্রিকেট দলকে যতটা মনোযোগ দেওয়া উচিত ততটা দেওয়া হয়৷ ২০০৬ অবধি আদৌ মহিলা ক্রিকেটকে কোনও গুরুত্ব দেওয়া হত৷ যখন শরদ পাওয়ার প্রথম চেষ্টা করেন মহিলা ও পুরুষ ক্রিকেট অ্যাসোসিয়শনকে এক করতে৷
advertisement
বিনোদ রাই জানিয়েছেন তিনি চমকে উঠেছিলেন যখন জানতে পারেন পুরুষদের ক্রিকেট জার্সি কাটা হত এবং মহিলাদের জন্য ফের সেলাই করা হত৷ আমি নাইকিকে ফোন করে জানাই যেটা হচ্ছে সেটা হতে পারে না, মহিলাদের জন্য আলাদা ডিজাইন করতে হবে৷ দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এই ভয়ানক খবর সামনে এসেছে৷
তিনি আরও জানিয়েছেন , ‘‘আমি ভীষণভাবে মনে করি মহিলারা আরও ভাল পেতে পারে৷ যখন এটা ট্রেনিং, কোচিং, ক্রিকেটিং গিয়ার, ট্রাভেলের সুবিধা, এবং সব শেষে ম্যাচ ফি -র মতো বিষয়গুলির কথা হয়৷ এই সব বিষয়গুলি পিছিয়ে ছিল আমরা সেগুলি ঠিক করার চেষ্টা করেছি৷ ’’
advertisement
তিনি আরও বলেছেন হরমনপ্রীত কউর যিনি টি টোয়েন্টি অধিনায়ক তিনি অস্ট্রেলিয়ায় ১৭১ রান করেছিলেন ২০১৭ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে৷ রাই জানিয়েছেন সেই সময় তাঁদের সকালে সঠিক ব্রেকফাস্ট অবধি দেওয়া হয়নি৷
তিনি জানিয়েছেন সেই সময় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সিঙারা খেয়ে ব্রেকফাস্ট সারতে হয়েছিল!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2022 9:17 AM IST