#মুম্বই: ২০১৩ সালে বিসিসিআই (BCCI) স্পট ফিক্সিং এবং বেটিং স্ক্যান্ডালের জর্জরিত হয়েছিল৷ মারাত্মক সব সত্যি সামনে নিয়ে এলেন৷ বিস্ফোরক এই সত্যি সামনে নিয়ে এলেন বিসিসিআইয়ের প্রাক্তন কম্পট্রোলার এবং অডিটার জেনারেল অফ ইন্ডিয়া (CAG) বিনোদ রাই (Vinod Rai)৷ বিনোদ রাই সুপ্রিম কোর্টের দ্বারা নির্দেশিত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর (CoA)নিয়োগ করেছিল অল্প সময়ের জন্য৷
রাই সম্প্রতি একটি বই লঞ্চ করেছেন , বইটার নাম 'Not Just a Nightwatchman'- নট জাস্ট এ নাইট ওয়াচম্যান তাতে তাঁর সিওএ প্রধান হিসেবে স্বল্প সময়ের অভিজ্ঞতা লিখেছেন৷ তবে এইখানে বিস্ফোরক অভিজ্ঞতা লিখে ফেলেছেন৷ তাঁর আমলের একাধিক গোপন কথা তুলে ধরছেন৷ রাইকে নিয়ে আলোচনা তুমুল হয় যখন তিনি জানান যে বিরাট কোহলি অনিল কুম্বলেকে পছন্দ করছেন না৷ আর তার ফলস্বরূপ অনিল কুম্বলেকে সরিয়ে দেওয়া হয়৷
নিজের সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এটা তাঁর জীবনের সবচেয়ে বড় আক্ষেপের সময়৷ ়যখন তিনি ভারতীয় ক্রিকেটকে নিয়ে কাজ করেছিলেন৷ বিনোদ রাই জানিয়েছেন তাঁর আক্ষেপ মহিলা ক্রিকেটকে সামন্য বেশি সময় দিতে পারতেন৷ তিনি জানিয়েছেন পুরুষ ক্রিকেটারদের জার্সি (men's team jersey) ফের সেলাই করে মহিলা ক্রিকেটারদের জার্সি (Women team jersey ) বানানো হত৷
আমি মনে করি না মহিলা ক্রিকেট দলকে যতটা মনোযোগ দেওয়া উচিত ততটা দেওয়া হয়৷ ২০০৬ অবধি আদৌ মহিলা ক্রিকেটকে কোনও গুরুত্ব দেওয়া হত৷ যখন শরদ পাওয়ার প্রথম চেষ্টা করেন মহিলা ও পুরুষ ক্রিকেট অ্যাসোসিয়শনকে এক করতে৷
বিনোদ রাই জানিয়েছেন তিনি চমকে উঠেছিলেন যখন জানতে পারেন পুরুষদের ক্রিকেট জার্সি কাটা হত এবং মহিলাদের জন্য ফের সেলাই করা হত৷ আমি নাইকিকে ফোন করে জানাই যেটা হচ্ছে সেটা হতে পারে না, মহিলাদের জন্য আলাদা ডিজাইন করতে হবে৷ দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে এই ভয়ানক খবর সামনে এসেছে৷
তিনি আরও জানিয়েছেন , ‘‘আমি ভীষণভাবে মনে করি মহিলারা আরও ভাল পেতে পারে৷ যখন এটা ট্রেনিং, কোচিং, ক্রিকেটিং গিয়ার, ট্রাভেলের সুবিধা, এবং সব শেষে ম্যাচ ফি -র মতো বিষয়গুলির কথা হয়৷ এই সব বিষয়গুলি পিছিয়ে ছিল আমরা সেগুলি ঠিক করার চেষ্টা করেছি৷ ’’
তিনি আরও বলেছেন হরমনপ্রীত কউর যিনি টি টোয়েন্টি অধিনায়ক তিনি অস্ট্রেলিয়ায় ১৭১ রান করেছিলেন ২০১৭ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে৷ রাই জানিয়েছেন সেই সময় তাঁদের সকালে সঠিক ব্রেকফাস্ট অবধি দেওয়া হয়নি৷
তিনি জানিয়েছেন সেই সময় মহিলা ক্রিকেট দলের সদস্যদের সিঙারা খেয়ে ব্রেকফাস্ট সারতে হয়েছিল!
Published by:Debalina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।