Radhika Yadav murder case: 'ও তো শর্টস পরলেও...!' টেনিস প্লেয়ার রাধিকা-খুনে এবার বিস্ফোরক দাবি বান্ধবীর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Radhika Murder Case- টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুন-কাণ্ডে নয়া মোড়! গুরগাঁওয়ের বাড়ির ভিতরেই খুন হন রাধিকা। এবার রাধিকার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর বাল্যবন্ধু হিমাংশিকা সিংহ।
কলকাতা : টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুন-কাণ্ডে নয়া মোড়! গুরগাঁওয়ের বাড়ির ভিতরেই খুন হন রাধিকা। এবার রাধিকার পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁর বাল্যবন্ধু হিমাংশিকা সিংহ। তিনি দাবি করলেন, দীর্ঘদিন ধরেই রাধিকার উপর মানসিক চাপ সৃষ্টি করছিল তাঁর পরিবার।
সেই বন্ধু দাবি করেন, শর্টস পরা, ছেলে বন্ধু থাকা নিয়ে রীতিমতো বকাবকি করা হত রাধিকাকে, এমনটাই দাবি হিমাংশিকার। জানা গিয়েছে, ২০১২ সাল থেকে রাধিকার সঙ্গে বন্ধুত্ব হিমাংশিকার। তিনি দাবি করেন, রাধিকা বাড়িতে একেবারে দমবন্ধ পরিস্থিতির মধ্যে থাকতেন। তাঁর প্রায় সব কিছু নিয়েই সমস্যা করত পরিবারের সদস্যরা।
রাধিকার জীবনযাত্রায় কোনও স্বাধীনতা ছিল না বলেও অভিযোগ তোলেন তিনি। টেনিসের ড্রেস হিসাবে রাধিকা স্পোর্টস শর্টস পরতেন। তাতেও নাকি তাঁর পরিবারের আপত্তি ছিল! তাছাড়া হিমাংশিকা দাবি করেন, রাধিকার ছেলে বন্ধু থাকা নিয়েও আপত্তি ছিল পরিবারের। হিমাংশিকা সিং-এর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হতে শুরু করেছে। ওই ভিডিওতে হিমাংশিকা দাবি করছেন, “রাধিকার মৃত্যুর আসল সত্যি” সম্পর্কে তিনি সব জানেন।
advertisement
advertisement
আরও পড়ুন- ছেলে থেকে মেয়ে হয়েছেন, পৃথিবীর একমাত্র ক্রিকেটার দিলেন এবার বড় ‘সুখবর’
সেই ভিডিওতে তিনি বলেছেন, “রাধিকা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমরা গত ৮–১০ বছর ধরে অত্যন্ত কাছের ছিলাম। আর আজ আমি ওকে হারিয়ে ফেললাম। ওর মৃত্যু নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি অনেক কিছুই জানি।”
advertisement
হিমাংশিকা দাবি করেন, প্রায়ই যখন-তখন রাধিকাকে বাড়ি থেকে ভিডিও কল করা হত। কোথায় আছে ও, কী করছে সেসব ভিডিও কলে দেখিয়ে প্রমাণ দিতে হত। ও সব সময় মানসিক চাপের মধ্যে থাকতেন রাধিকা যাদব।
রাধিকার বাবাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হিমাংশিকা। রাধিকার বাবা বছরের পর বছর ধরে মেয়ের জীবন নরক করে তুলেছিলেন বলেও দাবি করেন হিমাংশিকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 5:03 PM IST