U19 World Cup 2022: অদ্ভুত একখানা রেকর্ড, সত্যি হলে শনিবার ভারতের বিশ্বকাপ জয় আটকায় কে!

Last Updated:

India vs England In U19 WC Final: বিরাট কোহলির সময় থেকে চলছে এই রেকর্ডের ম্যাজিক। সত্যি হলে ভারত বিশ্বচ্যাম্পিয়ন।

#কুলিজ: রাত পোহালেই বড় ম্যাচ। আরও একবার ভারতের সামনে বিশ্বজয় করার সুযোগ। এই নিয়ে রেক্রড পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার সুযোগ ভারতীয় দলের সামনে। ইয়াশ ধুলের দল হাজারো বাধা-বিপত্তি কাটিয়ে ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে দলে করোনার হানা। তার পর একেকটা ম্যাচে প্রথম একাদশ সাজাতে গিয়ে হিমশিম খেয়েছে টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে এবার ভারতীয় দলের বিশ্বকাপ ফাইনাল খেলার রাস্তা একেবারেই সহজ ছিল না।
একখানা অদ্ভুত রেকর্ড রয়েছে। সেই রেকর্ড কাকতালীয় বটে! তবে সেটা সত্যি হলে শনিবার ভারতীয় দলের বিশ্বজয় কেউ ঠেকাতে পারবে না। কী সেই রেকর্ড! অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক যতবার সেঞ্চুরি করেছেন, ততবারই ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
আরও পড়ুন- ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে মরিয়া ইংল্যান্ডের এই দুই ভরসা !
এখানে আরও একটা ব্যাপার বলে রাখা দরকার। ভারতীয় দলের সেঞ্চুরি করা অধিনায়ক যদি দিল্লির ক্রিকেটার হন, তা হলে ভারতের বিশ্বকাপ জেতা স্রেফ সময়ের অপেক্ষা। গত এক দশকেরও বেশি সময় ধরে এই রেকর্ড চলছে। ভারতীয় দলের অধিনায়ক, দিল্লির ক্রিকেটার, বিশ্বকাপ সেঞ্চুরি করলেই কাপ জেতে ভারত।
advertisement
advertisement
ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবার ইয়াশ ধুল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রান করেছিলেন। তিনিও দিল্লির ক্রিকেটার। অর্থাত্ সেই পুরনো রেকর্ড এবার বিশ্বকাপে আবার। এই কাকতালীয় রেকর্ড যদি সত্যিয় হয় তা হলে আগামীকাল ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে ভারতীয় দল।
২০০৮ সালে বিরাট কোহলি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন। ভারতীয় দল কাপ জিতেছিল। ২০১২ সালে উন্মুক্ত চাঁদের সেঞ্চুরি। ভারত আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইয়াশ ধুলের সেঞ্চুরি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কি তা হলে এবার রেকর্ড পাঁচবার বিশ্বকাপ নিয়ে ভারতে ফিরবেন ইয়াশ ধুলরা!
advertisement
আরও পড়ুন- বিয়ের জন্যই তা হলে প্রথম ওয়ান-ডে খেলবেন না কে এল রাহুল! জানা গেল গোপন খবর
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ বলে ১১০ রানের ইনিংস খেলেছিলেন অধিনায়ক ধুল। শেখ রশিদ ১০৮ বলে করেছিলেন ৯৪ রান। অর্থাত্ তিনিও সেঞ্চুরির দ্বোরগোড়ায় ছিলেন। অস্ট্রেলিয়াকে ৫৬ রানে হারিয়েছিল ভারতীয় দল। এবার ফাইনালে সামনে শক্তিশালী ইংল্যান্ড। তবে রেকর্ড সত্যি হলে ভারতের বিশ্বকাপ জয় সময়ের অপেক্ষা।
বাংলা খবর/ খবর/খেলা/
U19 World Cup 2022: অদ্ভুত একখানা রেকর্ড, সত্যি হলে শনিবার ভারতের বিশ্বকাপ জয় আটকায় কে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement