India vs South Africa: ৫ জুন দিল্লিতে একত্রিত হচ্ছে "রাহুলের" টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হবে ফিটনেস পরীক্ষা?

Last Updated:

*আইপিএল শেষ। এবার দেশের জার্সিতে নিজেদের প্রমাণের পালা। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য 5 ই জুন দিল্লিতে একত্রিত হচ্ছে টিম ইন্ডিয়া। দিন কয়েকের ছুটি কাটিয়ে 5 জুন দিল্লিতে একত্রিত হবে ভারতীয় দলের ক্রিকেটাররা। দোসরা জুন অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে এসে পৌঁছাচ্ছে দক?

নতুন ভূমিকায় কে এল রাহুল৷
নতুন ভূমিকায় কে এল রাহুল৷
#কলকাতা: আইপিএল শেষ। এবার দেশের জার্সিতে মাঠে নামার পালা। ৯ জুন থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আইপিএল শেষে দিন কয়েকের ছুটি কাটিয়ে ৫ জুন দিল্লিতে একত্রিত হবে ভারতীয় দলের ক্রিকেটাররা। ২ জুন অর্থাৎ বৃহস্পতিবার দিল্লিতে এসে পৌঁছাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল।
আইপিএল শেষ করে সিরিজে বিশ্রামে অধিনায়ক রোহিত শর্মা। রোহিত না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। সিরিজে নেই বিরাট কোহলি, বুমরা, সামির মত ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিনিয়রদের বিশ্রাম দিয়ে বেশ কয়েকজন সুযোগ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
দীর্ঘ দুই বছরের বেশি সময়ের পর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই জৈব সুরক্ষা বলয় উঠে যাচ্ছে। দল একত্রিত হওয়ার আগে রুটিন কোভিড পরীক্ষা হবে। তবে কোনও বায়ো বাবল থাকছে না সিরিজে। সূচি ঘোষণা হওয়ার সময় থেকেই বোঝা যাচ্ছিল, করোনা পরবর্তী পরিস্থিতিতে অতীতের মতো মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
advertisement
পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ পাঁচটি আলাদা আলাদা স্টেডিয়ামে দেওয়া হয়। বোর্ড সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হওয়ার আগে স্কোয়াডে থাকা প্রত্যেক ক্রিকেটারকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে সেই পরীক্ষা দিল্লিতে হবে নাকি ৫ জুনের আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হবে তা চূড়ান্ত নয়।৫ তারিখ দিল্লিতে ভারতীয় দলের ক্রিকেটাররা পৌঁছনোর পর৬ তারিখ থেকে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার কথা।
advertisement
৯ জুন প্রথম ম্যাচ দিল্লিতে। দ্বিতীয় ম্যাচ ১২জুন কটকে। ১৪ এবং ১৭ তারিখ ভাইজ্যাগ ও রাজকোটে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। ১৯ জুন শেষ ম্যাচ বেঙ্গালুরুতে। এই সিরিজে দীর্ঘদিন পর ভারতীয় দলে কাম ব্যাক করতে দেখা যাবে  দিনেশ কার্তিককে। আইপিএলে দুরন্ত পারফর্ম করে প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন উমরান মালিক, অর্শদীপ সিংরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs South Africa: ৫ জুন দিল্লিতে একত্রিত হচ্ছে "রাহুলের" টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হবে ফিটনেস পরীক্ষা?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement