Virat Kohli: চোখে-মুখে আঘাতের চিহ্ন, নাকে ব্যান্ডেড, হঠাৎ কী হল বিরাট কোহলির
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Share Photo With Injury Marks: একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। যা এক ঝলক দেখলে আঁতকে উঠবে যে কেউ। চোখে-মুখে আঘাতের চিহ্ন, নাকে ব্যান্ডেড, হঠাৎ কী হল বিরাট কোহলির।
কলকাতা: বিশ্বকাপ ফাইনাল হারের পর হতাশা গ্রাস করেছিল বিরাট কোহলিকে। স্টেডিয়ামেই কোহিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট। কিন্তু এরই মধ্যে বিরাট কোহলির একটি ছবি সামনে এসেছে। যা নিয়ে তোলপার শুরু হয়ে গিয়েছে। উদ্বেগে ফ্যানেরাও।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। যা এক ঝলক দেখলে আঁতকে উঠবে যে কেউ। ছবিতে দেখা যাচ্ছে বিরাট কোহলির নাকে ব্যান্ডেড, চোখে-মুখে একাধিক আঘাতের চিহ্ন, নানা জায়গায় পড়ে গিয়েছে কালশিটে। মনে হবে বিরাট কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন না হলে কেউ মেরেছে।

advertisement
advertisement
বিরাট কোহলি এই ছবি শেয়ার করার পর তা নেট দুনিয়ায মুহূর্তের মধ্যে ঝড় তোলে। প্রাথমিকভাবে উদ্বেগ তৈরি হলেও পরে বোঝা যায় আসল বিষয়টি। কোহলি কিছু না জানালেও আসলে বিখ্যাত একটি সংস্থার বিজ্ঞাপনের জন্য এমন মেকআপ নিতে হয়েছে কোহলিকে। সেই সংস্থার টি-শার্টও পরে রয়েছেন কোহলি।
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ থাকলেও ৭৬৫ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিরাট কোহলি। ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাঝে বিরাটের এই ছবি প্রমাণ হতাশা কাটিয়ে ফের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 12:59 PM IST