Virat Kohli: ভাইরাল কোহলি ও মহিলা সাংবাদিকের ভিডিও! মেলবোর্ন বিমান বন্দরে কী ঘটল? দেখুন

Last Updated:

IND vs AUS: নেট দুনিয়ায় ভাইরাল বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার এক মহিলা সাংবাদিকের ভিডিও। যেখানে কোহলিকে ওই মহিলা সাংবাদিককে রাগের মুহূর্তে কিছু বলতে শোনা যাচ্ছে।

News18
News18
মেলবোর্ন: এমনিতেই পারথ টেস্টের পর ব্যাটে নেই রান। দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওঠার লড়াইতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। শেষ দুটি ম্যাচ জিততেই হবে। এহেন পরিস্থিতিতে নেট দুনিয়ায় ভাইরাল বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার এক মহিলা সাংবাদিকের ভিডিও। যেখানে কোহলিকে ওই মহিলা সাংবাদিককে রাগের মুহূর্তে কিছু বলতে শোনা যাচ্ছে।
আসলে পরিবার নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন বিরাট কোহলি। পরিবার এবং সন্তানদের গোপনীয়তা নিয়ে বরাবরই খুব সচেতন বিরাট কোহলি। কিন্তু মেলবোর্ন বিমান বন্দরে এক মহিলা সাংবাদিকের আচরণে বেজায় চটে যান বিরাট কোহলি। মেলবোর্নে নামতেই একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। কোহলি তাদের সন্তানদের ছবি তুলতে মানা করেন।
কিন্তু কোহলির বারণ অগ্রাহ্য করে এক মহিলা সাংবাদিক কোহলি ও তার পরিবারর ছবি তুলতে থাকেন। দেখেই রেগে যান বিরাট কোহলি। বাধা দেওয়াক পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট। কিন্তু মহিলা সাংবাদিক বলেন, এটি পাবলিক প্লেস, তাই ছবি তুলতে কোনও আপত্তি নেই।
advertisement
advertisement
advertisement
এই কথা শুনেই রেগে কাই হয়ে যান বিরাট কোহলি। দুজনের মধ্যে বেশ কিছু কথাকাটি হয়। যেই ভিডিও সোশ্যা মিডিয়ায় মুহূর্তের মধ্যে ঝড় তুলেছে। খানিকটা কথা কাটাকাটি শুরু হয় দুজনের মধ্যে। তবে বেশ খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পরিস্থিতি শান্ত হয়। শেষে দুজনকে করমর্দন করতেও দেখা যায়। তবে এই প্রথম নয়, এর আগেও বিনা অনুমতিতে সন্তানদের ছবি তোলার প্রতিবাদ করেছেন কোহলি।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: ভাইরাল কোহলি ও মহিলা সাংবাদিকের ভিডিও! মেলবোর্ন বিমান বন্দরে কী ঘটল? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement