বড় সমস্যায় ভারতীয় ক্রিকেটারের বোন! বাইরে বেরোবেন কীভাবে বুঝতে পারছেন না! কারণটা কী?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Star Cricketer Sister In A Problem: ভারতীয় পেসার দীপক চাহারের বোন মালতি চাহার বর্তমানে সমস্যায় পড়েছেন। ভিডিও শেয়ার করে জানিয়েছেন সমস্যার কথা।
ভারতীয় পেসার দীপক চাহারের বোন মালতি চাহার বর্তমানে মুম্বইয়ের টানা বৃষ্টিতে চরমভাবে বিরক্ত ও বিপদে পড়েছেন। মুম্বই শহরে টানা ভারী বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, রাস্তাঘাট জলমগ্ন, যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় মালতি এক ভিডিও বার্তার মাধ্যমে তাঁর অসুবিধার কথা জানান, যেখানে তিনি বলেন, বৃষ্টির গন্ধ ও স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে তাঁর অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে।
মালতি তাঁর এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গাড়ির ভিতরে বসে বলেন, “মুম্বইয়ের বৃষ্টি আমাকে দিশেহারা করে দিয়েছে। চারপাশে শুধু বৃষ্টির গন্ধ, আর তাতে আমার হাঁচি বন্ধ হচ্ছে না।” ভিডিওর মাঝখানে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন এবং বলেন, ছাতাও গাড়ির ডিকিতে রেখে এসেছেন, ফলে বাইরে যাওয়াই মুশকিল। নিজের এলার্জির সমস্যার কারণে চিন্তিত দীপক চাহারের বোন।
advertisement
প্রসঙ্গত, ২০১৮ সালে চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের এক ম্যাচে ক্যামেরায় ধরা পড়ে রাতারাতি ভাইরাল হন মালতি। তাঁকে ‘মিস্ট্রি গার্ল’ বলে ডাকা শুরু হয়, পরে জানা যায় তিনি দীপক চাহারের বোন। এই ম্যাচের পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। রাতারাতি তাঁর ফ্যান-ফলোয়ার্স বহুগুণ বেড়ে যায়।
advertisement
advertisement
malti chahar is not happy, she is frustrated, find out why #maltichahar #MumbaiRain pic.twitter.com/aOjparH9RO
— ANOOP DEV (@AnoopCricket) August 20, 2025
advertisement
উত্তরপ্রদেশের আগ্রায় জন্ম নেওয়া মালতি পড়াশোনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু পরে ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় ও মডেলিংয়ের জগতে পা রাখেন। বর্তমানে তিনি টেলিভিশন, ওয়েব সিরিজ এবং বলিউডে নিজের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত। মুম্বইয়ের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সক্রিয় থাকছেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 11:07 PM IST